লিঙ্গবিদ্বেষ এবং পুরুষতান্ত্রিকতার বিষয়ে যে ভাবে পূর্ণ হয়ে আছে এই পৃথিবীর নানা প্রান্ত, সেখানে দাঁড়িয়ে এই তকমা নিঃসন্দেহেই তাৎপর্যবহ! ব্যাপারটা সামান্য হলেও ব্যাখ্যার দাবি রাখে।
যে কোনও দেশে শাসনব্যবস্থার শীর্ষে যিনি থাকেন, তাঁর জীবনসঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে পদমর্যাদা বোঝাতে ফার্স্ট বিশেষণটি প্রথমে প্রয়োগ করা হয়। কেন না, তাঁর স্বামী বা স্ত্রী সংশ্লিষ্ট দেশের প্রথম পুরুষ বা নারী হিসেবে বিবেচিত হচ্ছেন। এই দিক থেকে দেখলে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন (Joe Biden) শপথ গ্রহণের পরে যখন প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবেন, তখন তাঁকে বলা হবে ফার্স্ট ম্যান। আর তাঁর স্ত্রী জিল বাইডেনকে (Jill Biden) বলা হবে ফার্স্ট লেডি।
I'm so incredibly honored and humbled to be the first @SecondGentleman of the United States. As we countdown to Inauguration Day, I've been doing my homework—and looking to the past for inspiration. pic.twitter.com/bhE7SvCls2
— Doug Emhoff (@DouglasEmhoff) January 16, 2021
সেই মতো, ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস হবেন সেকেন্ড লেডি। আর তাঁর স্বামী ডগলাস এমফ সেকেন্ড জেন্টলম্যান। উল্লেখযোগ্য বিষয় হল, শুধু ওই দেশই নয়, মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারও (Twitter) বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে এক অ্যাকাউন্ট উপহার দিয়েছে ডগলাস এমফকে। @SecondGentleman- এই সার্চের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেটি খুঁজে পাওয়া যাবে। এই অ্যাকাউন্ট থেকে এখনও পর্যন্ত একটিও ট্যুইট করেননি ডগলাস এমফ। তা সত্ত্বেও সেকেন্ড জেন্টলম্যানের অফিসিয়াল এই ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা এর মধ্যেই ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তাঁর এই অ্যাকাউন্টের পরিচিতিতে লেখা রয়েছে- ভবিষ্যৎ সেকেন্ড জেন্টলম্যান। নিবেদিত পিতা। এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হ্যারিসের গর্বিত স্বামী।
I haven’t seen any tweets yet but Douglas Emhoff @SecondGentleman already has over 400,000 followers. Gotta love his handle. #genderparity #groundbreaker
— Gloria Feldt (@GloriaFeldt) January 17, 2021
Because I was focused on how great it is to have a female VP in the US, it hadn’t occurred to me how great it is to have her husband as second gentleman. Now I’m super excited to see what he can do for masculinity norms in the US. https://t.co/C3xkgwReLX
— Johannes Haushofer (@jhaushofer) January 17, 2021
এই ব্যাপারটিই মার্কিন মুলুকের অধিবাসীদের মন জয় করে নিয়েছে। কমলা শাসনকার্যে ব্যস্ত থাকলেও সন্তানদের দেখভালের যে অভাব হবে না বা হয়ও না, সে বিষয়টিই স্পষ্ট করে দিয়েছে ওই নিবেদিত পিতা শব্দদু'টো। আবার, স্ত্রী তাঁর চেয়ে বেশি সফল হলেও সেটা নিয়ে যে ডগলাস এমফের মনে কোনও দ্বেষ নেই, সেটাও বায়োতে জানান দেওয়া হয়েছে সগৌরবে। তাই এক দিকে যেমন পরিবারের সদস্যরা তাঁর এই অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট প্রাপ্তি নিয়ে আনন্দপ্রকাশ করেছেন, তেমনই আমেরিকানরাও চেয়ে আছেন তাঁর দিকে। তাঁদের আশা- দেশে লিঙ্গবৈষম্য এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা রোধে সেকেন্ড জেন্টলম্যানের এই অ্যাকাউন্ট দৃষ্টান্ত স্থাপন করবে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden, Kamala Harris