#সিডনি: দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় আগুন নেভাতে গিয়ে ভেঙে পড়ল আমেরিকার একটি C-130 Hercules এরিয়াল ওয়াটার ট্যাঙ্কার ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের ৩ জন ক্রু মেম্বারের ৷ যারা প্রত্যেকেই আমেরিকার নাগরিক বলে জানা গিয়েছে ৷
ভয়ঙ্কর দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার একাংশ ৷ এখনও বহু জায়গায় চলছে আগুন নেভানোর কাজ ৷ তা করতে গিয়েই বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ নিউ সাউথ ওয়েলসের মোনারো অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি ৷ বিমানটি ভেঙে পড়ার পরেই প্রচণ্ড আগুন এবং ধোঁয়ায় ভরে যায় গোটা অঞ্চল ৷ মৃত ফায়ারফাইটারদের বয়স ৪২, ৪৩ এবং ৪৫ বলে জানা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।