• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • FEMALE DANCER FROM STRIPPER CLUB SLIPS FROM 20 FT LONG POLE AND GOT INJURED VIDEO VIRAL PBD

অর্ধনগ্ন হয়ে চলছিল পোল ডান্স,হঠাৎ হিড়হিড় করে মুখ থুবড়ে নীচে পড়লেন মহিলা,যা হল...

Photo Courtesy: Twitter

 • Share this:

  #ডালাস: একটি স্ট্রিপটিস ক্লাবে চলছিল উদ্দাম নাচ৷ স্ট্রিপ ক্লাবে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন সুন্দরীদের দেখার জন্য৷ একের পর এক কাপড় খুলছেন তারা, এবং তারপরই অর্ধনগ্ন হয়ে চড়েছেন পোলে৷ পোল ডান্সেও তারা পটু৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের XTC ক্যাবেরেতে তখন রাত পুরোই মত্ত! এমন সময় যিনি পোল ডান্স করছিলেন সেই মহিলা পোল থেকে পিছলে পড়লেন৷ একেবারে হিরহির করে নীচে নেমে আসলেন তিনি৷ সামলাতে পারলেন না ব্যালেন্স৷ মুখ থুবড়ে পড়লেন স্টেজে৷ যদিও তারপর তিনি উঠে দাঁড়ালেন৷ কিন্তু ততক্ষণে থুতনি কেটেছে, দাঁত ভেঙেছে৷ ক্ষতবিক্ষত হয়েছে শরীর৷ প্রায় ১৫-২০ ফুট অর্থাৎ দোতলা বাড়ির সমান উঁচু জায়গা থেকে পড়ে যান তিনি৷

   ক্লাবে থাকা একজন এই ভিডিওটি শ্যুট করেছিলেন৷ তারপর সেটি পোস্ট করতেই রীতিমতো ভাইরাল৷ সকলেই তার সুস্থতা কামনা করেছেন৷ আপাতত তার বেশ কিছু অস্ত্রপচার হবে বলে জানা গিয়েছে৷ মহিলার নাম জিনেয়া৷ সকলেই এই মুহূর্তে জিনেয়ার জন্য চিন্তিত৷

  তিনি নিজেও একটি ভিডিও পোস্ট করেছেন৷ সকলকে জানিয়েছেন যে এই মুহূর্ত তার অবস্থা কী৷ সকলে যে তার জন্য চিন্তিত, তাতে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷ তবে যে ক্লাবে এই ঘটনা ঘটেছে, তারা জিনেয়ার কোনও দায়িত্ব নিতে অস্বীকার করেছে৷ কারণ তাদের যুক্তি যে অত ওপরে উঠতে তারা বলেননি৷ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ভাসিয়েছেন ওই মহিলা৷ নেটিজেনরা সকলে মহিলার পাশেই দাঁড়িয়েছেন৷

  Published by:Pooja Basu
  First published: