# ইংল্যান্ড: সাধে কী আর বলে ঘোর কলিযুগ চলছে? বান্ধবীর মায়ের সঙ্গে কি না পালাল যুবক? তাও আবার কবে? বান্ধবী তাঁদের সন্তানের জন্ম দেওয়ার ঠিক ২ দিন পরেই! বেচারি তরুণী তখনও সদ্যজাতকে নিয়ে আসপাতাল থেকে বাড়ি ফেরেননি, তারমধ্যেই এই কীতি করে বসলেন তাঁর প্রেমিক আর মা! ভাবা যায়? না, না, কোনও মশালাদার সিনেমার চিত্রনাট্য নয়! এক্কেবারে ঘোর বাস্তবেই এমনটা ঘটল ব্রিটেনের গ্লুসেস্টারশায়ারে!
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্ক ২৯ বছর বয়সি রায়ান শেলটন আর ২৪ বছর বয়সি জেস অলড্রিজ-এর। তাঁরা দুজনে লিভ-ইনও করছিলেন। সেই সময়েই জেস-এর মা জর্জিনা অলড্রিজের সঙ্গে পরিচয় হয় রায়ানের। আলাপ থেকে ক্রমেই গাঢ় হতে থাকে ঘনিষ্ঠতা! বেশ কয়েকবার বয়ফ্রেন্ড আর মা অস্বস্তিকর অবস্থায় ধরে ফেলেন জেস! এই নিয়ে মা-মেয়ের মধ্যে অশান্তিও হয়, কিন্তু হবু জামাইয়ের প্রেমে এতটাই মজেছিলেন হবু শাশুড়ি, যে মেয়ের কথা কানেই তোলেননি!
মা ও মেয়ে, দুজনের সঙ্গেই সমান তালে প্রেম করে যাচ্ছিলেন রায়ান! একসময়ে গর্ভবতী হয়ে পড়েন জেস! ফুটফুটে এক সন্তানের জন্মও দেন! কিন্তু বেচারি তখনও যানতেন না, যখন তিনি হাসপাতালে শুয়ে, তখন তাঁর প্রেমিক পালিয়েছেন তাঁরই মায়ের সঙ্গে! সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই পুরো বিযয়টা খোলসা হয়! স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন জেস, এহেন কাণ্ডে চোখ কপালে উঠেছে পরিবারের বাকি সদস্যদেরও!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।