corona virus btn
corona virus btn
Loading

দু-দু’বার বহুদূরে ফেলে আসার পরেও ফের বাড়ি ফিরে এল ভূতুড়ে পুতুল, আতঙ্কে গোটা পরিবার

দু-দু’বার বহুদূরে ফেলে আসার পরেও ফের বাড়ি ফিরে এল ভূতুড়ে পুতুল, আতঙ্কে গোটা পরিবার
  • Share this:

#হিউস্টন: ‘অ্যানাবেলা’র মতো একাধিক সিনেমায় পুতুলের মধ্যে ভূত থাকার গল্প বড় পর্দায় দেখেছেন দর্শকরা ৷ কিন্তু সেই ঘটনা বাস্তব জীবনে উঠে এলে তা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হাড়েহাড়ে বুঝতে পারছেন হিউস্টনের এক পরিবার ৷ ক্রিসমাস উপলক্ষ্যে মেয়ে অরেলিয়ার জন্য ‘ডিজনি’-র ‘ফ্রোজেন’ সিরিজের ‘এলসা’ ডল পুতুলটি কিনে দিয়েছিলেন তার বাবা-মা ৷ পুতুলটি ব্যাটারি চালিত এবং সেটির গলার নেকলেসের বোতাম টিপলে গান করত সে, বলত কথাও ৷ ‘ফ্রোজেন’ সিনেমার কিছু পরিচিত সংলাপ ও সিনেমাটির জনপ্রিয় গান 'লেট ইট গো' গাইতে পারত পুতুলটি ৷ কিন্তু মেয়েটির মা মা এমিলি ম্যাডোনিয়া জানান, কিনে আনার কয়েকদিন পর থেকেই পুতুলটি হঠাৎই স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করে ৷ তার ব্যাটারি খুলে নিলেও তার কথা বলা থামেনি ৷ শেষ পর্যন্ত ভয় পেয়ে পুতুলটি আবর্জনার গাদায় ফেলে আসেন তাঁরা ৷ আবর্জনা নিয়ে যায় পুরকর্মী ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন ‘এলসা’কে বাড়ির সামনে দেখতে পান এমিলি ৷ ভয় পেয়ে এবার পুতুলটিকে এক বন্ধুর গাড়ির সঙ্গে বেঁধে ১৫০০ মাইল দূরে পাঠিয়ে দেন তাঁরা ৷ কিন্তু ফের ফিরে আসে ‘এলসা’ ৷ এরপরই 'ভুতুড়ে পুতুল'-এর হাত থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চান এমিলি। তাঁর এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই পরামর্শ দিয়েছেন পুতুলটি পুড়িয়ে দেওয়ার। কিন্তু, ওই পোস্টটি হঠাৎই মুছে দিয়েছেন এমিলি। তারপর থেকে তাঁদের আর কোনও খবর এখনও পাওয়া যায়নি।

First published: January 20, 2020, 5:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर