#বেজিং: বৈঠকের শুরুটা হয়েছিল শুভেচ্ছার বিনিময়ে ৷ শেষটাও হল হাসিমুখে প্রতিশ্রুতির বিনিময়ে ৷
চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন সুষমা স্বরাজ ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরাল করতেই এই বৈঠক করলেন দুই দেশের বিদেশমন্ত্রী ৷
চারদিনের সফরে রবিবারই বেজিং পৌঁছেলেন সুষমা স্বরাজ ৷ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন অংশগ্রহণ করেন তিনি ৷ গত মাসেই স্টেট কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়াং ৷ এরপর এই প্রথম মুখোমুখি হলেন সুষমা এবং ওয়াং ৷
ডোকলাম নিয়ে দু’দেশের মধ্যেই সম্পর্ক চরমে ওঠে ৷ কিন্তু সীমান্তের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত ৷ ডোকলামের পাশাপাশি অন্যান্য সমস্ত বিষয়েই দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতেই এই বৈঠক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, India, Sushma Swaraj, Wang Yi