#নাশভিল: বড়দিনের সকালে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহর কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে ৷ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি বাড়ি। কর্মকর্তাদের বিশ্বাস উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন এই ঘটনা সম্পর্কে বলেন, বড় এই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির যোগাযোগ রয়েছে। সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। সবাই আপাতত চিকিৎসাধীন তবে তাদের কারোর অবস্থাই সঙ্কটজনক নয়।
বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে দেশের একাধিক সংস্থা। স্থানীয় সংস্থার সাথে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাও। পুলিশ কর্মকর্তা অ্যারন জানান, তদন্তের প্রয়োজনে এলাকাটি আপাতত সিল করো দিয়েছেন তাঁরা।এফবিআই তদন্তের নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন, মুখপাত্র জোয়েল সিসকোভিচ। ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সম্পর্কিত ফেডারেল তদন্তকারীরাও ঘটনাস্থলে ছিলেন। শুক্রবারের প্রথম দিকে এই অঞ্চল থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়৷
এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর বাড়ির সামনেই ঘটে বিস্ফোরণের ঘটনাটি। তাঁর ঘরের জানালা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, রাস্তার সবকিছুতে আগুন ধরে যায় একে একে । রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িও সম্পূর্ণভাবে পুড়ে যায়।
নাশভিলের মেয়র জন কুপার জানিয়েছেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বেশিরভাগেরই জানালা ক্ষতিগ্রস্ত। কয়েকটি বাড়ি খালি করা হয়েছে ইতিমধ্যেই।