হোম /খবর /বিদেশ /
আমফানের ক্ষত এখনও দগদগে, এরমধ্যেই তাণ্ডব শুরু করল আরেক ঘূর্ণিঝড় ‘ম্যাঙ্গা’

আমফানের ক্ষত এখনও দগদগে, এরমধ্যেই তাণ্ডব শুরু করল আরেক ঘূর্ণিঝড় ‘ম্যাঙ্গা’

representative image

representative image

করোনার ভয়ে যবুথবু তো ছিলই, এবার ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেল বাংলার বিস্তীর্ণ অঞ্চল। বিধ্বস্ত বাংলাদেশও! আমফানের ক্ষত এখনও দগদগে, এরমধ্যেই তাণ্ডব শুরু করল আরেক ঘূর্ণিঝড়

  • Last Updated :
  • Share this:

#অস্ট্রেলিয়া: করোনার ভয়ে যবুথবু তো ছিলই, এবার ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেল বাংলার বিস্তীর্ণ অঞ্চল। বিধ্বস্ত বাংলাদেশও! আমফানের ক্ষত এখনও দগদগে, এরমধ্যেই তাণ্ডব শুরু করল আরেক ঘূর্ণিঝড়!

অস্ট্রেলিয়া লন্ডভন্ড করছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ম্যাঙ্গা। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে এক্স-ট্রপিকাল সাইক্লোন ম্যাঙ্গা। জানা গিয়েছে, অন্তত ১৮ হাজার বাড়ি ও ব্যবসায়িক কেন্দ্রে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পার্থ অঞ্চলের পূর্ব শহরতলি এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বেসওয়াটার, বাসেনডিন, অ্যাশফিল্ড-সহ সওয়ারস ভ্যালি ও মাউন্ট হেলেনা অঞ্চলে।

পার্থ মেট্রোপলিটন অঞ্চলের সাড়ে ৬ হাজার বাড়ি ও ব্যবসায়িক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবারি ও লিমানের মধ্যবর্তী অঞ্চলে ১০,০০০ বাড়ি ক্ষতির মুখে। বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ শুরু করেছে।  পশ্চিম অস্ট্রেলিয়ার দমকল ও জরুরি পরিষেবা দফতরের (Department of Fire and Emergency Services, DFES) ডেপুটি কমিশনার জন ব্রুমল জানিয়েছেন, '' ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মানুষকে সতর্ক থাকার আবেদন করছি।''

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে, ১৩০ কিমি প্রতিঘণ্টা বেগে ধেয়ে আসে এই ঝড়। উপকূল অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত হতে পারে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Cyclone Mangga