• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

এছাড়াও ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার শহর কায়রাতু ও অ্যাম্বনে৷ রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৬.৮৷ অ্যাম্বনে বিশ্ববিদ্যালয়ের কিছু ক্ষতি হয়েছে৷

 • Share this:

  #জাকার্তা: ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ইন্দোনেশিয়ার দ্বীপ সেরাম৷ বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে বলে খবর৷ তবে হতাহতের কোনও খবর নেই এখনও৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫৷ বৃহস্পতিবার ভোরে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল৷ সুনামি সতর্কতা নেই৷

  এছাড়াও ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার শহর কায়রাতু ও অ্যাম্বনে৷ রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৬.৮৷ অ্যাম্বনে বিশ্ববিদ্যালয়ের কিছু ক্ষতি হয়েছে৷ কম্পনের এপিসেন্টার ছিল অ্যাম্বন থেকে ৪০ কিমি দূরে৷ ভোররাতের এই কম্পনে ভয়ে সকলে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন৷ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের ভিডিও পোস্ট করেছেন অনেকেই৷ তাতে দেখা যাচ্ছে, আসবাব থেকে সিলিং ফ্যান, সব নড়ছে৷ বাড়ির পলেস্তরা খসে পড়ছে৷

  ইন্দোনেশিয়া প্রবল ভাবেই ভূমিকম্পপ্রবণ৷ মাঝে মাঝেই কেঁপে ওঠে ইন্দোনেশিয়া৷ সুনামিও হয়৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে ৭.৫ রিখটার স্কেলের কম্পন ও সুনামিতে মৃত্যু হয়েছিল ৪ হাজার মানুষের৷ ২০০৪ সালের সেই ভয়াবহ সুনামিতে ২ লক্ষ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷ তার মধ্যে ১ লক্ষ ২০ হাজার মৃত্যু শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই হয়েছিল৷

  আরও ভিডিও: ভূমিকম্প রোধে কতটা তৈরি কলকাতা?

  First published: