Home /News /international /
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান !

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান !

করোনা আবহের মধ্যেই ফের জোরালো ভূমিকম্প !

 • Share this:

  #টোকিও: করোনা আবহের মধ্যেই ফের জোরালো ভূমিকম্প ! ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ৷ রবিবার স্থানীয় সময় ১২.৫১ নাগাদ হঠাৎই কেঁপে ওঠে জাপানের সাউথওয়েস্টার্ন অংশ ৷ কম্পনমাত্রা ৬.৩ ৷ জানা গিয়েছে, জাপানের আমামি দ্বীপপুঞ্জে আঘাত করে এই শক্তিশালী ভূমিকম্প ৷ তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি ৷ জাপানে কয়েক মাস ধরে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটেই চলেছে ৷ এপ্রিল মাসের শুরুর দিকেও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল জাপানে ৷ তখন কম্পনমাত্রা ছিল ৬.৯ ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Earthquake, Japan

  পরবর্তী খবর