নয়াদিল্লি: সিরিয়া ও তুরস্কের পর হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড৷ খবর মিলেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন কেঁপে উঠেছে বুধবার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১৷ বলা হয়েছে, কম্পন প্রায় ৩০ সেকেন্ড ছিল৷ ফলে এখনও কম্পনের বিস্তারিত বিশেষ কিছু জানা যায়নি৷
স্থানীয় সময় অনুসারে রাত ৭.৩৮ মিনিট নাগাদ পারাপারামু থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী উত্তর পশ্চিমে মাটির ৭৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে৷ কম্পনের বিষয়ে কম্পন কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, এটি শক্তিশালী পর্যায়ের ভূমিকম্প ছিল৷ সারা দেশেই এই কম্পনের নানারকম তরঙ্গ অনুভূত হয়েছে৷
আরও পড়ুন: আজ রাজ্য বাজেট, নজরে আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা, কর্মসংস্থান নিয়েও কি 'বড়' ঘোষণা?
যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা স্পষ্ট করে জানা যায়নি৷ ইতিমধ্যে সাইক্লোন গ্যাব্রিয়েল নিয়ে তীব্র সঙ্কটের মধ্যে পড়েছে সে দেশ৷ সেখানে ধ্বংসলীলা চলেছে৷ তার মধ্যে হঠাৎ করে কম্পন অনুভূত হওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন৷ যদিও এখনও পর্যন্ত স্পষ্ট করে কম্পনের ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earthquake