Home /News /international /
তিথি মেনেই পুজো হয় নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্ঘে

তিথি মেনেই পুজো হয় নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্ঘে

নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্গে চলছে মাতৃ আরাধনা ৷

নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্গে চলছে মাতৃ আরাধনা ৷

 • Share this:

  #নিউ জার্সি: এ দেশের পাশাপাশি বিদেশেও জমিয়ে চলছে দুর্গোৎসব ৷ কথায় বলে বাঙালি যেখানেই যায়, এক টুকরো বাংলা তৈরি করে নেয় ৷ আর বাঙালির সব থেকে বড় উৎসবই হল দুর্গাপুজো ৷ নিউ জার্সিতেও পুজোয় মেতে উঠেছে বাঙালি ৷

  নিষ্ঠা মেনে দুর্গাপুজো হয়েছে নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্ঘ নর্থ আমেরিকায় ৷ এখানে পুজোর দিনেই পুজো হয় ৷ তাও এক্কেবারে তিথি, দিনক্ষণ মেনেই ৷ নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্ঘে সপ্তাহান্তে বা অন্যদিন পুজো হয় না ৷ কর্মরত-কর্মরতাদের জন্য যেমন সকালে পুজো ও অঞ্জলি হয়, তেমনিই সন্ধেবেলাতেও অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকে ৷ এবার সন্ধেবালায় সন্ধিপুজো হয়েছে ৷ এবং অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছেন সবাই ৷ পুজোর পর খিচুরি ভোগেরও ব্যবস্থা ছিল ৷

  1

  নিউ জার্সির ভারত সেবাশ্রম সঙ্ঘ নর্থ আমেরিকায়  চলছে আরতি ৷ 

  সঙ্গে পাঁচমেশালি সব্জি, চাটনি এবং পাঁপড়েরও ব্যবস্থা ছিল ৷ একমাত্র এখানে পুজোর দিনই পুজো হয় বলে ভিড়ও হয় চোখে পড়ার মতো ৷ দূর-দূরান্ত থেকে সবাই আসেন মাতৃপ্রতিমা দর্শন করতে ৷ ঘন্টা থেকে শুরু করে ঢাক-কাসর সব কিছুরই ব্যবস্থা থাকে ৷ দেশের পুজো থেকে কোনও অংশে কম নয় এই পুজো ৷ পুজোর কয়েকটা দিন প্রতিদিনই ভোগের ব্যবস্থা থাকে ৷

  ছবি ও তথ্য সহায়তা:  দেবলীনা বিট সিনহা ৷

  First published:

  Tags: Durga Puja 2018

  পরবর্তী খবর