• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • Durga Puja 2021: জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের জমাটি পুজোর আয়োজন, থাকছে আনন্দের সব রসদ!

Durga Puja 2021: জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের জমাটি পুজোর আয়োজন, থাকছে আনন্দের সব রসদ!

জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের দুর্গাপুজো

জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের দুর্গাপুজো

নিয়ম মেনে যেমন দুর্গাপুজো হবে, তেমনই ধুনুচি নাচ থেকে ফুচকার স্টল, থাকছে সব ব্যবস্থা৷

 • Share this:

  #স্টুটগার্ট: বিশ্ব মানচিত্রে জার্মানির স্টুটগার্ট (Germany Stuttgart) বিলাসবহুল গাড়ি সংস্থা মার্সিডিজ-বেঞ্জ ও পোরশের প্রধান দফতর হিসেবে হিসেবে পরিচিত৷ সেই শহরেই জায়গা করে নিয়েছে বাঙালির দুর্গা পুজো (Durga Puja at Stuttgart)৷ জার্মানির দক্ষিণ প্রান্তে হাতে গোনা কয়েকটা দুর্গা পুজো হয়৷ তবে এবার সবার নজর কাড়তে তৈরি মৈত্রী ক্লাবের পুজো স্টুটগার্ট সর্বজনীন দুর্গাপুজো৷

  আরও পড়ুন Durga Puja 2021: আমেরিকায় বাড়ি বসেই পান পুজোর মিষ্টি-প্রসাদ! বাঙালিদের জন্য অভিনব পুজোর আয়োজন

  আয়োজন শুরু হয়েছিল গতবছর থেকেই৷ ২০২০-তে কলকাতার স্বরূপ নন্দীর স্টুডিও থেকে পাড়ি দিয়েছিল মা দুর্গার মূর্তি৷ তবে করোনার (COVID19) বাড়বাড়ন্তে গতবছর সেভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেননি কেউ৷ স্টুটগার্টের মৈত্রী ক্লাবও ব্যতিক্রম ছিল না৷ তবে এবছর করোনা দাপট কিছুটা নিয়ন্ত্রণে থাকার ফলে দুর্গাপুজোর আনন্দে মাততে তৈরি সকলে৷

  জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের দুর্গাপুজো জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের দুর্গাপুজো

  কলকাতা থেকে অনেকটা দূরে, পরিজনদের ছেড়ে রয়েছেন যে সব বাঙালিরা, তারা নস্টালজিয়ায় ভাসতে তৈরি৷ শুধু নিষ্ঠা মেনে পুজো নয়, পুজোর সঙ্গে জড়িয়ে সবকিছুর ব্যবস্থা করছেন মৈত্রী ক্লাবের উদ্যোগতারা (Germany Stuttgart Durga Puja 2021)৷ পুজোর রীতি মেনে থাকছে সুন্দর মন্ডপ সজ্জা, আলোর মেলা, ঢাকের বোল, সন্ধা আরতির আয়োজন৷ সঙ্গে বাদ যাচ্ছে না ধুনুচি নাচ, ফুচকার স্টল! অর্থাৎ পুজোর ক’টা দিন পুরোপুরি বাঙালিয়ানায় ডুব দিতে প্রস্তুত স্টুটগার্টে বসবাসকারী বাঙালিরা৷

  সাধারণত বিদেশে অনেক সময় সপ্তাহন্তের পুজো হয়৷ তবে এখানে চারদিন ধরে চলবে পুজো৷ পুজোর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ যেখানে ছোট থেকে বড়, সকলেই অংশগ্রহণ করবেন৷ পুজোর সাজ, পুজোর গানের সঙ্গে নাচ, থাকছে সবকিছুই৷ অর্থাৎ ৪টে দিন পুজো ঘিরেই থাকবে চূড়ান্ত ব্যস্ততা৷ দুর্গাপুজো হবে আর পুজোর ভোগ থাকবে না, তাও কী হয়! ৪দিনই সকাল ও সন্ধেবেলা থাকছে ভোগের আয়োজন৷ রীতি মেনে নিরামিষ ভোগ (খিচুড়ি, আলুভাজা, বেগুনি, পোলাও, ডাল,পনির) যেমন থাকছে, তেমনই থাকছে আমিষ খাবারের আয়োজন৷ তাতে জায়গা করে নিয়েছে চিকেন টিক্কা মশালা - বিরিয়ানি - চিকেন পকোড়া - চিকেন কোরমা, আরও কত কী৷ শেষ পাতে থাকবে হরেক রকমের মিষ্টি৷

  বেশ জমাটি পুজোর আয়োজন করেছে জার্মানির স্টুটগার্টের মৈত্রী ক্লাবের পুজোয়৷ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াসে ব্যস্ত বাংলা থেকে বহুদূরে থাকা বাঙালিরা৷

  Published by:Pooja Basu
  First published: