#দুবাই: "প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে!" পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার এই ঘটনা একটু অন্যরকম৷ স্ত্রীর ক্রেডিট কার্ড ব্যবহার করে গার্লফ্রেন্ডের প্রয়োজন মেটাতে গিয়েই ধরা পড়লেন দুবাইয়ের এক ব্যক্তি৷ বেনজির এই ঘটনা চমকে দেওয়ার মতোই৷
এবার জানা যাক ঠিক কী ঘটেছিল৷ দুবাইয়ের এক মহিলা আচমকাই ব্যাংক থেকে মেসেজ পান যে, ট্রাফিক জরিমানা দেওয়ার জন্য তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে৷ যার জন্য অ্যাকাউন্ট থেকে বেশ মোটা টাকার একটা অঙ্ক কেটে নেওয়া হয়েছে৷ যদিও তিনি ক্রেডিট কার্ড ব্যবহারই করেননি৷ পুরো ঘটনায় চমকে যান ওই মহিলা৷ তিনি ধরেই নেন যে, কার্ডটি হ্যাক করা হয়েছে৷
মহিলা দ্রুত পদক্ষেপ নেন৷ সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করে কার্ডটিকে ব্লক করতে বলেন৷ পাশাপাশি স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগও দায়ের করেন৷ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে, যা জানতে পারে, তা মহিলার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল৷
দুবাইয়ের সাইবার দমন শাখার ডেপুটি ডিরেক্টর ক্যাপ্টেন আবদুল্লা আল শেইনি গল্ফ নিউজকে বলেন, "আমরা পারচেজ ট্রানজাকশন ট্র্যাক করে জানতে পারি যে কোন মহিলা ওই কার্ডটি ব্যবহার করেছেন৷ তারপর তাঁকে আমরা এখানে ডেকে পাঠাই৷ কিন্তু অভিযুক্ত মহিলা জানতেন না যে, তাঁর পুরুষ বন্ধুটি বিবাহিত৷ অদ্ভুত ব্যাপার এটাই যে, অভিযোগকারী মহিলার স্বামীই ক্রেডিট কার্ড ব্যবহার করে গার্লফ্রেন্ডের ট্রাফিক জরিমানা মিটিয়েছেন৷ স্ত্রী জানতেনই না যে, স্বামীর বয়ফ্রেন্ড রয়েছে৷" এই ঘটনার পর এটা অনুমান করে নেওয়াই যায় যে, ওই ভদ্রলোকের শ্যামও গেল, কুলও গেল৷