#বার্লিন: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল পশ্চিম জার্মানির একটি চিড়িয়াখানা৷ আগুন পুড়ে মারা গেল শিম্পাঞ্জি, ওরাংওটাং-সহ বহু জন্তু-জানোয়ার৷ খাঁচার মধ্যেই অসহায় ভাবে পুড়ে মৃত্যু হয়েছে জন্তুগুলির৷ আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, নিয়ন্ত্রণে আনার আগেই সব শেষ হয়ে যায়৷
স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, নতুন বছর বরণের আনন্দে বাজি পোড়ানো হচ্ছিল৷ সেই বাজির আগুনেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে গোটা চিড়িয়াখানা৷ ডাচ সীমান্তের কাছে এই চিড়িয়াখানাটি অবস্থিত৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর, এপ হাউস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে৷ একটি জন্তুও বেঁচে নেই৷ পুড়ে গিয়েছে৷
নর্থ রাইন-ওয়েফ্যালিয়ায় এই চিড়িয়াখানাটি চালু হয়ে ছিল ১৯৭৫ সালে৷ মঙ্গলবার রাতের আগুনে পুড়ে গিয়েছে বাঁদরের এনক্লোজারও৷ মৃত জন্তুদের মধ্যে রয়েছে শিম্পাঞ্জি, ওরাংওটাং, মারমোসেটস, দুটি গোরিলা, প্রচুর পাখি, বাদুড় ইত্যাদি৷ এখনও পর্যন্ত খবর, ৩০টি জন্তুর মৃত্যু হয়েছে৷ তবে সংখ্যাটা বাড়তে পারে, কারণ এখনও উদ্ধারকাজ চলছে৷
ওই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ গোরিলা কিদোগো ও তার পরিবার৷ গোটা পরিবার বেঁচে গিয়েছে আগুনে৷ তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও দ্বন্দ্বে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ আপাতত চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire in German Zoo, German Zoo