#ওয়াশিংটন: তাঁর বিরুদ্ধে ছিল মারাত্মক অভিযোগ, তবে শেষ পর্যন্ত রেহাই পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন কংগ্রেস হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ ছিল৷ যার জেরে দ্বিতীয়বার ইমপিচমেন্ট ট্রায়েলের মুখোমুখি হতে হয় ট্রাম্পকে৷ তবে শেষ পর্যন্ত পাঁচ দিনের বিচারে স্বস্তি পেয়েছেন ট্রাম্প৷ মিলেছে মুক্তি৷
প্রেসিডেন্ট পদ আঁকড়ে বসে থাকার অভিযোগ ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছিল বিদায়ী ভাষণে উস্কানিমূলক মন্তব্য৷ যার ফলস্বরূপ আমেরিকার ইতিহাসে তৈরি হয়েছে কালো দিন, ঘটেছে মার্কিন কংগ্রেসে আক্রমণ৷ তবে এ যাত্রায় বেঁচে গেলেন ৭৪ বছরের প্রাক্তন প্রেসিডেন্ট৷ যদিও এই বিচার প্রক্রিয়াতেও ইতিহাস সৃষ্টি হল৷ কারণ ৪৩ ভোট পেয়েছিলেন ট্রাম্প এবং ৫৭টি ভোট ছিল তাঁর বিপক্ষে ৷ এমনকি ৭ জন রিপাবলিকানও ছিলেন তাঁর বিরুদ্ধে৷ বিরুদ্ধ দল ডেমক্রেটদের সঙ্গে থেকে মার্কিন কংগ্রেসে হামলায় ট্রাম্পের দিকেই ছিল তাঁদের অভিযোগের আঙুল৷ তাই তাঁরা ট্রাম্পের দলের হয়েও, ট্রাম্পকে সমর্থন করেননি৷ তবে সেনেটের দুই তৃতীয়াংশ ভোট না পড়লে কাউকে সাস্তি দেওয়া যায় না৷ তাই দোষী হলেন না ট্রাম্প৷
এই রায়কে স্বাগত জানিয়েছেন ট্রাম্প৷ "আরও একবার মিথ্যাচার (witch hunt) দেখল দেশ", রায় শুনে বললেন ট্রাম্প৷ এই নিয়ে দ্বিতীয়বার ইমপিচমেন্ট ট্রায়েলের মুখোমুখি হন তিনি৷ কিন্তু সে নিয়ে কোনও মাথাব্যথা নেই তাঁর৷ উল্টে মার্কিন মসনদে ফের একবার ফিরে আসার কথাই শোনা গিয়েছে ট্রাম্পের গলায়৷ তিনি বলেন যে, আমেরিকাকে আরও ভাল ও উন্নত করে তোলার সময় শুরু হচ্ছে এখন থেকেই৷ অর্থাৎ তিনি যে লড়াই থেকে সরছেন না, তারই ইঙ্গিত দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প৷
ইমপিচমেন্ট প্রক্রিয়ায় টানা ৪ দিন শুনানি ছিল। এর পরে পঞ্চম দিনে ভোটাভুটি হয়। শুনানি চলাকালীন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আইনজীবীরা সেনেটে বলেন যে তাঁর মক্কেলের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতা অভিযোগ উঠেছে, তা 'একেবারে মিথ্যা' এবং তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।
সেনেটের শুনানির পঞ্চম দিনে ট্রাম্পের আইনজীবী ব্রুস ক্যাস্টর, ডেভিড শোয়েন এবং মাইকেল ভ্যান ডার ভিন প্রাক্তন প্রেসিডেন্টের পক্ষে একের পর এক যুক্তি তুলে ধরেন৷ তারা সকলেই বলেন যে ট্রাম্প আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং তিনি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। ট্রাম্পের আইনজীবীদের নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরার জন্য মোট ১৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump