করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন। স্তব্ধ জনজীবন! করোনাকে সায়েস্তা করতে বাড়িতে থাকতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব! কাজেই ঘরবন্দি গোটা দেশ। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখা চলবে না! যাঁরা কোভিড যোদ্ধা, অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরাই একমাত্র বাড়ির বাইরে বেরিয়ে কাজে যুক্ত থাকছেন। বহু সংস্থাই এই সময়ে ওয়ার্ক ফ্রম হোম চালু করেছেন। আর তা করতে কর্মীদের কম বিপত্তিতে পড়তে হচ্ছে না! কোভিডের সংক্রমণ থেকে বাঁচা যাচ্ছে ঠিকই, কিন্তু অফিসের পেশাদারি ক্ষেত্র ছেড়ে বাড়ির ঘরোয়া অলিন্দে অফিস করার জক্কি কিছু কম নয়!
এই যেমন, একটি সংবাদ সংস্থার খবর সঞ্চালক বাড়ি থেকেই খবর পড়ছিলেন। রেকর্ডেড নয়, চলছিল আবহাওয়ার নানান খবরের লাইভ সেশন। এমন সময়ে আচমকাই সঞ্চালকের কোলে চেপে বসল পোষ্য সারমেয় গোল্ডেন রেট্রিভার! নাম তার ব্রডি! তবে, অনলাইনে যাঁরা এই খবরটি দেখছিলেন, তাঁরা ব্রডিকে দেখে বেজায় খুশি হয়েছেন। এমনকী তাঁরা আর্জি জানিয়েছেন, আগামিদিনেও যেন ব্রডিকে খবর সেশনে আনা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Work From Home