হোম /খবর /বিদেশ /
পায়ের তলায় ফোসকা, চিকিৎসকরা বলছেন এটাই করোনার নতুন উপসর্গ !

পায়ের তলায় ফোসকা, চিকিৎসকরা বলছেন এটাই করোনার নতুন উপসর্গ !

পায়ের তলায় ফোসকা, চিকিৎসকরা বলছেন এটাই করোনার নতুন উপসর্গ !

  • Last Updated :
  • Share this:

#মাদ্রিদ: ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এই খবরটি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে ৷ এই খবর অনুযায়ী, স্পেনের একদল চিকিৎসক নাকি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও নতুন এক উপসর্গ দেখা দিয়েছে ৷

স্পেনের এক মেডিক্যাল কলেজের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৷ করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এক নতুন উপসর্গ দেখা দিয়েছে ৷ বেশিরভাগ আক্রান্তের পায়ের তলায় চিকেন পক্সের মতো ফসকা দেখা দিয়েছে ৷ চিকিৎসকরা মনে করছেন, এটি নতুন করোনা ভাইরাসের উপসর্গ হতে পারে ৷

তবে এই বিবৃতিতে আরও জানানো হয়েছে ৷ এখনও এই নিয়ে প্রাথমিক গবেষণা চালাচ্ছে স্পেনের ডাক্তাররা ৷ এটি সত্যিই করোনা ভাইরাসের নতুন উপসর্গ কিনা তা নিয়ে আরও গবেষণা করা হবে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Corona, News, Spain, Symptom