#কায়রো: মুক্তির স্বাদ পেয়েছেন তাঁরা। প্রায় সাত দিন তাঁদের জাহাজ একই জায়গায় আটকে ছিল। আর তাঁদের জাহাজের জন্যই রীতিমতো সমুদ্রে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল। একের পর এক জাহাজ আটকে পড়েছিল। আগেই জানা গিয়েছিল, সুয়েজ খালে আটকে পড়া জাপানী জাহাজের ক্রিউ মেম্বাররা সবাই ভারতীয়। ট্রাফিক জ্যাম থেকে মুক্তির পর তারা দেশি স্টাইলে আনন্দ উদযাপন করলেন। আটকে পড়া জাহাজটি চারটি ফুটবল মাঠের সমান। আড়াআড়িভাবে সুয়েজ খালে আটকে পড়েছিল সেটি। বিশ্বের সবথেকে ব্যস্ততম বাণিজ্যিক রুটে আটকে পড়েছিল সেই জাহাজ। ফলে স্বাভাবিকভাবেই সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হয়েছিল কয়েকদিনের জন্য। তবে ক্যানেল-এর পুরনো চ্যানেলটি কয়েকদিনের জন্য খুলে দেওয়া হয়েছিল। যার জেরে কয়েকটি জাহাজ ওই পথে এগিয়ে যেতে পেরেছিল।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাপানি মালবাহী কন্টেইনার উদ্ধার হওয়ার পর বলিউড সিনেমা ধুম-এর জনপ্রিয় গান ধুম মাচালে-র সুরে হর্ন বাজিয়ে এগিয়ে চলেছে। আর ওই মালবাহী কন্টেনারের আশেপাশে থাকা বেশ কয়েকটি জাহাজও পাল্টা ধুম মাচালে-র সুরে হর্ন বাজাতে শুরু করে। প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর মুক্তির আনন্দে আত্মহারা হওয়াটাই স্বাভাবিক। ধুম সিনেমার চিত্রনাট্যের যিনি লিখেছিলেন সেই ময়ূর পূরী সেই ভিডিও শেয়ার করেছেন। আসলে জাহাজের ভারতীয় ক্রিউ মেম্বাররা মুক্তি পাওয়ার পর এভাবে সেলিব্রেশন করবেন, সেটা হয়তো তিনি আশা করেননি।
Dhoom Horns are been blown as the ship finally leaves the Suez Canal. 100% Indian staff #SuezBLOCKED #Suez pic.twitter.com/07fK0s2nud
— Cycle Chain Sankar (@dakuwithchaku) March 29, 2021
ধুম সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন প্রীতম। এদিন ময়ূর পূরী তাঁকেও সেই ভিডিও ট্যাগ করেন। প্রীতম রিটুইট করেন সেটি। এমনকী ধুম সিনেমার পরিচালক সঞ্জয় গাধাভি পর্যন্ত সেই ভিডিও দেখে যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তো লিখেই ফেললেন, অবিশ্বাস্য। সুয়েজ খাল কর্তৃপক্ষ আশা করছে দু-তিনদিনের মধ্যেই ওই রুটে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে সমুদ্রের সেই ট্রাফিক জ্যাম ও জাপানি জাহাজের ধুম মাচালে-র সুরে হর্ন বাজিয়ে ছোটার ছবি বিশ্ববাসীর মনে থেকে যাবে হয়তো অনেকদিন।