#কলকাতা: বিশ্বে করোনায় মৃত ৯৫ হাজার৷ বিশ্বে করোনা আক্রান্ত ১৬ লক্ষ ছাড়াল৷ শুধুমাত্র ইতালিতে করোনায় মৃত প্রায় ১৮ হাজার মানুষ৷ অন্যদিকে স্পেনে করোনায় মৃত প্রায় ১৫ হাজার৷ ফ্রান্সে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১২ হাজার মানুষের৷ করোনায় প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে৷ শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে৷ তবে করোনার সঙ্গে লড়াইয়ে অনেকে সেরেও উঠেছেন৷ বিশ্বে করোনায় সুস্থ প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার মানুষ৷
দেশে করোনায় মৃত বেড়ে ১৬৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২০। দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯১ জন। সুস্থ হয়েছেন ৪৭৮ জন করোনা আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৫। সেই তালিকায় রয়েছেন হাওড়া জেলা হাসপাতালের সুপার এবং এক স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮০৷ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19