#দুবাই: দুবাইয়ে ভারতীয় শিল্পপতির মৃত্যুর বিষয়টি আত্মহত্যা। অর্থনৈতিক দৈন্যের কারণেই এই ঘটনা ওই শিল্পপতি ঘটিয়েছেন, দাবি করল দুবাই পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
গত সপ্তাহে কেরলের বাসিন্দা জয় আরাক্কল, বন্ধুর ১৪ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি ইনোভা গ্রুপ নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দুবাইয়ে কাজ করতেন। তেলের ব্যবসা ছাড়াও সংস্থার আরও বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবসায়ীক কাজকর্ম ছিল। দুবাইয়ের পুলিশের উচ্চ অধিকর্তা ব্রিগেডিয়ায় আবদুল্লা খাদিন বিন সরুওর জানিয়েছেন, অর্থনৈতিক দৈন্যের কারণেই আত্মহত্যা করেছেন ওই শিল্পপতি। শিল্পপতির স্ত্রী, ও দুই পুত্র সন্তান থাকেন জুমেইরাহতে। দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল গাল্ফ নিউজকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর ভারতের পক্ষ থেকে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এবার সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেলেই বিশেষ চাটার্ড অ্যাম্বুলেন্স বিমানে তাঁর পরিবারের লোকেরা দেহ নিয়ে যাবেন ভারতে। তারপর কেরলেন ওয়ানাড়ে, শিল্পপতির নিজের শহরেই শেষকৃত্য হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dubai, Industrialistsuicide, UAE