হোম /খবর /বিদেশ /
বাসন মাজছিলেন ব্যক্তি,আচমকা সিঙ্কের জলনিকাশি ছিদ্র দিয়ে বেরিয়ে এল সাপ

বাসন মাজছিলেন ব্যক্তি,আচমকা সিঙ্কের জলনিকাশি ছিদ্র দিয়ে বেরিয়ে এল সাপ, এক ছোবলেই যা শেষ করে দিতে পারে

representative image

representative image

চোখের সামনে মৃত্যুদূত...

  • Last Updated :
  • Share this:

#অস্ট্রেলিয়া: লকডাউন চলছে... বাড়িময় অগোছালো, হাজারো কাজ বাকি! এইসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই রান্নাঘরের সিঙ্কের সামনে দাঁড়িয়ে বাসন মাজছিলেন অস্ট্রে‌লিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা মাইকেল হিলার্ড। কিন্তু তারপরই যা হল, তাতে তাঁর বাসন মাজা শিকেয় উঠল, রীতিমত আত্মারাম খাঁচাছাড়া অবস্থা!

মাইকেল তো ঝটপট করে বাসন মাজছেন, আচমকা দেখলেন সিঙ্কের জলনিকাশি ছিদ্রর আড়াল থেকে উঁকি দিচ্ছে কী যেন একটা প্রাণী... ভাল করে ঠাহর করতেই বুঝতে অসুবিধে হল না, প্রাণীটি আর কেউ নয়, ‘ইস্টার্ন ব্রাউন' প্রজাতির সাপ, বিশ্বের সবথেকে বেশি বিষধর সাপের তালিকায় দ্বিতীয়। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের এরা বিষের ছোবলে মেরে ফেলে, চেপে ধরেও পিষে শেষ করে দিতে পারে। অস্ট্রেলিয়ায় এই সাপের কামড়েই সবথেকে বেশি মানুষের মৃত্যু ঘটে।

মাইকেল জানান, '' আমার হাতটা সাপের থেকে কয়েক ইঞ্চি মাত্র দূরে ছিল। আমে ভয়ে শিঁটিয়ে গিয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ সাপটা আমাকে কামড়ায়নি।''এরপর মাইকেল ‘ব্রিসবেন নর্থ স্নেক ক্যাচার্স' নামে একটি সংস্থাকে যোগাযোগ করেন, তাঁরাই এসে বাড়ি থেকে উদ্ধার করে ওই বিষধর সাপটিকে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Snake