হোম /খবর /বিদেশ /
বিক্রির আগে কারখানার দুধেই স্নান কর্মীর ! ভিডিও ভাইরাল হওয়ায় গ্রেফতার ব্যক্তি

বিক্রির আগে কারখানার দুধেই শরীর ডুবিয়ে স্নান কর্মীর ! ভিডিও ভাইরাল হওয়ায় গ্রেফতার ব্যক্তি

তাহলে কী এমন অস্বাস্থ্যকর দুধই প্যাকেট বন্দি হয়ে পৌঁছে যাচ্ছে রান্নাঘরে, শিশুদের খাবার প্লেটে ?

  • Last Updated :
  • Share this:

দুধ ভর্তি বাথটবে শরীর ডুবিয়ে স্নান করছেন এক ব্যক্তি ৷ জল দিয়ে স্নান করার মতোই মগ ডুবিয়ে দুধ ঢালছেন মাথাতেও ৷ এমন দুধ ভর্তি বাথটবে স্নান করার দৃশ্য সোশ্যাল মিডিয়া আপলোড হতেই ভাইরাল ৷ কিন্তু এই ভিডিও-র কল্যাণেই সামনে এল মারাত্মক এক কাণ্ড ৷

ভিডিওটি ভাল করে দেখলেই বোঝা যাবে ব্যক্তি কোনও বাথরুমে না দুধে স্নান করছেন একটি কারখানায় ৷ ওই কারখানাটি আসলে দুধের ৷ আর ওই বাথটবটি আসলে ফ্যাক্টরির দুধ তৈরির করার ট্যাঙ্কের একটি অংশ ৷ বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় ৷ তাহলে কী এমন অস্বাস্থ্যকর দুধই প্যাকেট বন্দি হয়ে পৌঁছে যাচ্ছে রান্নাঘরে, শিশুদের খাবার প্লেটে ? উঠতে থাকে প্রশ্ন ৷

খোঁজ করতেই জানা যায়, ভিডিওতে দুধে স্নান করছেন যিনি তিনি আসলে একজন ডেয়ারি কর্মী ৷ নাম উগুর টুটগুট ৷ দুধের ওই কারখানাটি তুরস্কের কোনয়ার একটি বিখ্যাত দুধ কোম্পানির ৷ সেখানেই কাজ করতেন টুটগুট| তদন্তে নেমে গ্রেফতার করা হয় টুটগুটকে এবং সিল করে দেওয়া হয় দুধের কারখানাটি ৷ ব্যবহারকারীদের স্বাস্থ্যের কথা ভেবে নোটিশ পাঠানো হয়েছে ওই ডেয়ারি ফার্ম মালিককে ৷

শুধু টুটগুটই নয়, গ্রেফতার করা হয়েছে তাঁর সহকর্মীকেও, যিনি ওই ভিডিওটি করেছেন ৷ এখন প্রশ্ন কতদিন ধরে চলছিল এমন কাজ? কতদিন ধরে এমন অস্বাস্থ্যকর দুধ প্যাকেটবন্দি হয়ে পৌঁছেছে সকলের কাছে!

Published by:Elina Datta
First published:

Tags: Viral Video