দুধ ভর্তি বাথটবে শরীর ডুবিয়ে স্নান করছেন এক ব্যক্তি ৷ জল দিয়ে স্নান করার মতোই মগ ডুবিয়ে দুধ ঢালছেন মাথাতেও ৷ এমন দুধ ভর্তি বাথটবে স্নান করার দৃশ্য সোশ্যাল মিডিয়া আপলোড হতেই ভাইরাল ৷ কিন্তু এই ভিডিও-র কল্যাণেই সামনে এল মারাত্মক এক কাণ্ড ৷
ভিডিওটি ভাল করে দেখলেই বোঝা যাবে ব্যক্তি কোনও বাথরুমে না দুধে স্নান করছেন একটি কারখানায় ৷ ওই কারখানাটি আসলে দুধের ৷ আর ওই বাথটবটি আসলে ফ্যাক্টরির দুধ তৈরির করার ট্যাঙ্কের একটি অংশ ৷ বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় ৷ তাহলে কী এমন অস্বাস্থ্যকর দুধই প্যাকেট বন্দি হয়ে পৌঁছে যাচ্ছে রান্নাঘরে, শিশুদের খাবার প্লেটে ? উঠতে থাকে প্রশ্ন ৷
খোঁজ করতেই জানা যায়, ভিডিওতে দুধে স্নান করছেন যিনি তিনি আসলে একজন ডেয়ারি কর্মী ৷ নাম উগুর টুটগুট ৷ দুধের ওই কারখানাটি তুরস্কের কোনয়ার একটি বিখ্যাত দুধ কোম্পানির ৷ সেখানেই কাজ করতেন টুটগুট| তদন্তে নেমে গ্রেফতার করা হয় টুটগুটকে এবং সিল করে দেওয়া হয় দুধের কারখানাটি ৷ ব্যবহারকারীদের স্বাস্থ্যের কথা ভেবে নোটিশ পাঠানো হয়েছে ওই ডেয়ারি ফার্ম মালিককে ৷
শুধু টুটগুটই নয়, গ্রেফতার করা হয়েছে তাঁর সহকর্মীকেও, যিনি ওই ভিডিওটি করেছেন ৷ এখন প্রশ্ন কতদিন ধরে চলছিল এমন কাজ? কতদিন ধরে এমন অস্বাস্থ্যকর দুধ প্যাকেটবন্দি হয়ে পৌঁছেছে সকলের কাছে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video