#হ্যামিলটন: ছোট্ট ছোট্ট পায়ে মঞ্চে ওঠা তো হল ৷ এত্ত আলো আবার সামনে এতগুলো লোক বসে রয়েছে ৷ ভয়ে কেঁদে ফেলল ছোট্ট মেয়েটি ৷ কিছুতেই নাচবে না সে ৷ কেঁদে কেটে একসা ৷ নাচের শিক্ষিকা এসে বোঝাতেও কোনও কাজই হল না ৷ অগত্যা আদুরে মেয়েকে বোঝাতে মঞ্চে উঠে এলেন তার বাবা ৷ মেয়ের আবদার তার সঙ্গে মঞ্চে থাকতে হবে বাবাকেও ৷ বাবা হয়ে রাজকন্যার চোখের জল তো কিছুতেই সহ্য হয় না ৷ তাই মেয়ের হাত ধরে মঞ্চের উপর নাচ করলেন তিনি ৷
যখন তিনি নাচছেন, তখন তাঁর কোলে রয়েছে আরও একটি সন্তান ৷ এমন দৃশ্য তো আকছার দেখা যায় না ৷ এমন বাবা আর মেয়ের মিষ্টি নাচ দেখে ততক্ষণে হাততালিতে ভরিয়ে দিচ্ছেন উপস্থিত দর্শকরা ৷ এমনই একটি ভিডিও এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷
দেখুন সেই ভাইরাল ভিডিও
ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বারমুডার হ্যামিলটন সিটি হলে ৷ আসলে বারমুডার হ্যামিলটন সিটি হলে নাচ পরিবেশন করতে যাবে ড্যানিয়েল নামে ওই ব্যক্তির ছোট্ট মেয়ে বেলা। তাই অনুষ্ঠানের আগে থেকেই মঞ্চে অনুশীলন চলছিল ৷ কিন্তু বাবাকে ছাড়া অনুশীলনে যোগ দিতে রাজি হয়নি দু’বছরের বেলা। আর সেই সময়কার ভিডিওটিই ধরা পড়েছে ক্যামেরায় ৷ গত ১৯ মে মঞ্চে ড্যানিয়েল যখন মেয়ে বেলার সঙ্গে নাচের অনুশীলন করছিলেন তখন তিনি তার এক হাতে কোলে নিয়ে রেখেছিলেন বেলার ছোট বোন সুরিকে। যদিও তিনি নাচতে জানেন না কিন্তু মেয়েকে সাহস দেওয়ার জন্য অনায়াসে নেচে গিয়েছিলেন সেদিন ।
মেয়ের নাচের বিষয়ে ড্যানিয়েলের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, ‘আমি বেলাকে নানাভাবে বুঝিয়েছি। আমি ওকে বলেছি, বেলা তুমি খুব ভাল নাচ কর।’’ বিভিন্নভাবে ওর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন বলে জানান তিনি। কিন্তু কিছুতেই তাঁকে ছাড়া নাচতে রাজি হয়নি একরত্তি। তাই মেয়ের সঙ্গে তিনিও নাচতে শুরু করেছিলেন বলে জানান তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bermuda, Fathers Dancing, Viral Video