ফ্রান্স: কাক পরিচিত ঝাড়ুদার পাখি নামে। এবার সেই ঝাড়ুদার পাখিকেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে পার্কের ময়লা পরিস্কার করার জন্য। জানা গিয়েছে, ফরাসী ঐতিহাসিক থিম পার্কের জন্য সেরকমই ছ’টি কাককে নিয়োগ করা হবে। শুক্রবার এই খবর জানিয়েছেন ফ্রান্সের 'পায় ডু ফউ পার্ক'-এর প্রেসিডেন্ট নিকোলাস ডে ভিলিয়ার্স।
নিকোলাস-এর কথায় , '' শুধুমাত্র পার্ক পরিস্কার রাখাই এর উদ্দেশ্য নয়! যাঁরা পার্কে ঘুরতে আসেন তাঁদেরও এটা মনে রাখা প্রয়োজন, পার্কটাকে সুন্দর এবং পরিস্কার রাখার দায়িত্ব তাঁদেরও।''
এই কাকেদের মধ্যে রয়েছে রুকস, ক্যারিয়ন, জ্যাকড এবং র্যাভিন প্রজাতির কাক। নিকোলাস আরও জানান, '' আগামী সপ্তাহ থেকেই কাকের টিম কাজে নেমে পড়বে! এই চার ভিন্ন প্রজাতির কাক খুব বুদ্ধিমান হয় এবং তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তবে তারা মানুষের মতই আচরণ করে এবং আমাদের মনের ভাবও বুঝতে পারে। এদের খেলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।''
আরও পড়ুন-কাঠবিড়ালি তাড়া করেছে, পুলিশের কাছে সাহায্য চেয়ে আর্ত ফোন, দেখুন ছবি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Appointed, Cleaning park, Crows, Duty, New Step