ইয়র্কশায়ার: প্রথমে অফিসে বসের সঙ্গে প্রেম। সেই সম্পর্ক জানাজানি হতেই সাসপেন্ড হন পুলিশ কর্মী। কিন্তু তাতেও তিনি থেমে যাননি। সোশ্যাল মিডিয়ায় মডেল হিসাবে পরিচয় দিয়ে নিজের ছবি পোস্ট করতে থাকেন তিনি। সেখানে থেকে তিনি সম্পর্কে জড়ান মাদক কারবারে জড়িত এক কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে।
অভিযোগ, সেই সম্পর্কে জড়িয়ে পুলিশের অনেক গোপন তথ্য মাদক কারবারিদের হাতে তুলে দিয়েছেন ওই যুবতী। সেই ঘটনা জানতে পেরেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইংল্যান্ডের ইয়র্কশায়ার এলাকার ঘটন। মাত্র ২১ বছরের ক্যাটলিন প্রথমে পুলিশে চাকরিতে যোগ দেন। অভিযোগ তিনি তাঁর বসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই ঘটনা পুলিশ বিভাগে জানাজানি হয়ে যায়।
এর পরেই ক্যাটলিন এবং তাঁর বসকে সাসপেন্ড করা হয়। তারপরে ক্যাটলিন নিজেকে মডেল হিসাবে পরিচয় দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক উত্তেজক ছবি পোস্ট করতে থাকেন তিনি। ফলে লাফিয়ে লাফিয়ে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে। তিনি প্রাক্তন পুলিশ কর্মী হিসাবে আর নিজেকে পরিচয় দিতেন না। কিন্তু এই সময়েই তিনি আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন।
কুখ্যাত এক মাদক পাচারে জড়িত দুষ্কৃতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটলিন। অভিযোগ, পুলিশের অনেক গোপন তথ্য তিনি মাদক পাচারকারীদের হাতে তুলে দিয়েছেন। ফলে পুলিশের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গোপন সূত্রে পুলিশ খবর পায়, মাদক পাচারকারীদের হাতে গোপন তথ্য তুলে দিচ্ছেন প্রাক্তন পুলিশ কর্মী ক্যাটলিন। এমনকী ওই যুবতী এখন দৃষ্কৃতীর সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন।
আরও পড়ুন, মালদহে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল বাস, মৃত ২, আহত অন্তত ৩০
আরও পড়ুন, গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, জানুন
এই খবর পাওয়ার পরেই যুবতীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সেখানকার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News