হোম /খবর /বিদেশ /
লকডাউনে প্রেমের জায়গা নেই! তাই রাস্তার ধারেই ‘‌সেক্স’‌–এ মত্ত যুগল‌, দেখে হতভম্ভ

লকডাউনে প্রেমের জায়গা নেই! তাই রাস্তার ধারেই ‘‌সেক্স’‌–এ মত্ত যুগল‌, দেখে হতভম্ভ পুলিশ

ঘটনাটি ঘটেছে বাকিংহ্যাম প্যালেসের কাছেই সেন্ট জেমস পার্কে।

  • Last Updated :
  • Share this:

#‌লন্ডন:‌ ইংল্যান্ডে এখন করোনা আক্রান্তের সংখ্যা আকাশ ছুঁয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে মারণ ভাইরাসে। দেশে জারি রয়েছে সতর্কতা, চলছে লকডাউন। কিন্তু এর মধ্যেই এক আশ্চর্য দৃশ্যের দেখা পাওয়া গেল রানির বাসবভন বাকিংহ্যাম প্যালেসের কাছের পার্কে। সেখানেই দিনের আলোয়, সকলেই সামনে উন্মত্ত যৌনতায় লিপ্ত হলেন এক যুগল। রাস্তা দিয়ে সকলেই যাওয়া আসা করছেন, কিন্তু তাঁদের সেদিকে খেয়াল নেই। লকডাউনের মধ্যে দীর্ঘদিন দেখা না হওয়ার শূন্যতা যেন পূরণ করে নিলেন তাঁরা।ঘটনাটি ঘটেছে বাকিংহ্যাম প্যালেসের কাছেই সেন্ট জেমস পার্কে। সেখানে পথচলতি মানুষ এই দৃশ্য দেখে তো একেবারে থ হয়ে গিয়েছেন। যেখানে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন, সেখানেই নাকি এই কাণ্ড?‌ একেবারে স্পষ্ট সূর্যের আলোয় সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে যৌনতায় মেতে উঠেছেন ওই যুগল। ঘটনা দেখার পরেই পথচলতি মানুষের মধ্যে একজন খবর দেন পুলিশে। পুলিশ এসে প্রাথমিকভাবে সতর্ক করে বাড়ি চলে যেতে বলে দুজনকেই।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Coronavirus, Lockdown, London