হোম /খবর /বিদেশ /
আমেরিকায় করোনার গতি বাড়ছে, ৫০ হাজারেরও বেশি মৃত, দেশজুড়ে মৃত্যু মিছিল

আমেরিকায় করোনার গতি বাড়ছে, ৫০ হাজারেরও বেশি মৃত, দেশজুড়ে মৃত্যু মিছিল

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হাহাকারে স্তব্ধ মাক্তিন মুলুক

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: সারা পৃথিবী জুড়েই করোনার গতি ক্রমশই বাড়ছে ৷ গতি বাড়িয়ে করোনা ক্রমশই ধরাশায়ী করছে ৷ মারণ জীবাণুর তাণ্ডবে ক্রমশই সাবই নাজেহাল হয়ে পড়েছেন ৷ এখনও পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত ৮,৮০,০০০ মানুষ ৷ মোট মৃত ৫০,০০০ হাজারেরও বেশি ৷ আমেরিকায় করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ৮০,০০০ মানুষ সুস্ত হয়ে বাড়ি ফিরেছেন ৷ সাড়ে সাত লক্ষ মানুষের করোনা চিকিৎসা চলছে ৷ ১৫,০০০ হাজার মানুষের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷

তাঁদেরকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে সারা পৃথিবীতে এই মুহূর্তে করোনয় মোট আক্রান্তের পরিমাণ ২৭,০৯,৪০৮ ৷ প্রতিদিনই আমেরিকায় লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এই নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারেবারে চিনেতে হামলা করেছেন ৷ এমনকি একটি সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার করোনাকে আমেরিকার উপরে হামলা বলেই ব্যাখ্যা করা হয়েছে ৷

মার্কিন বিদেশমন্ত্রী জানিয়েছেন চিন নভেম্বরেই জানতে পেরেছিল আগামীদিনে করোনা এক মহামারীর আকার নিতে চলেছে ৷ করোনা নিয়ে আপাতত আমেরিকা অত্যন্ত চাপে আছে সারা বিশ্বের মধ্যে আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষস্থানে রয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19, Donald Trump