#ওয়াশিংটন: সারা পৃথিবী জুড়েই করোনার গতি ক্রমশই বাড়ছে ৷ গতি বাড়িয়ে করোনা ক্রমশই ধরাশায়ী করছে ৷ মারণ জীবাণুর তাণ্ডবে ক্রমশই সাবই নাজেহাল হয়ে পড়েছেন ৷ এখনও পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত ৮,৮০,০০০ মানুষ ৷ মোট মৃত ৫০,০০০ হাজারেরও বেশি ৷ আমেরিকায় করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ৮০,০০০ মানুষ সুস্ত হয়ে বাড়ি ফিরেছেন ৷ সাড়ে সাত লক্ষ মানুষের করোনা চিকিৎসা চলছে ৷ ১৫,০০০ হাজার মানুষের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷
তাঁদেরকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে সারা পৃথিবীতে এই মুহূর্তে করোনয় মোট আক্রান্তের পরিমাণ ২৭,০৯,৪০৮ ৷ প্রতিদিনই আমেরিকায় লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এই নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারেবারে চিনেতে হামলা করেছেন ৷ এমনকি একটি সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার করোনাকে আমেরিকার উপরে হামলা বলেই ব্যাখ্যা করা হয়েছে ৷
মার্কিন বিদেশমন্ত্রী জানিয়েছেন চিন নভেম্বরেই জানতে পেরেছিল আগামীদিনে করোনা এক মহামারীর আকার নিতে চলেছে ৷ করোনা নিয়ে আপাতত আমেরিকা অত্যন্ত চাপে আছে সারা বিশ্বের মধ্যে আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষস্থানে রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Donald Trump