#জেনিভা: চিনের ল্যাব থেকে গোপনভাবে তৈরি হয়নি করোনার জীবাণু৷ এমনকি চিনরে ইউহানে করোনা নিয়ে হয়নি কোনও চর্চাও৷ করোনার উৎপত্তিতে চিনের হাত রয়েছে, এমন জল্পনায় জল ঢেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল যে পশুর শরীর থেকেই এসেছে করোনা৷ তবে কীভাবে পশুর শরীর থেকে তা মানুষের শরীরে সংক্রমিত হল, তা এখনও গবেষণা সাপেক্ষ৷ কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে মূলত বাদুরের মাধ্যমেই করোনা প্রবেশ করে মানুষের শরীরে৷ তবে কীভাবে সেটা ঘটেছে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনই জানান ফাদেলা ছাইব৷
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে চিনের ইউহান প্রদেশ থেকে করোনার উৎপত্তি কিনা তারই খোঁজ নেবে মার্কিন সরকার৷ তারপরই হু-এর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ এমনকি ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজিও এমন গুজব উড়িয়ে দিয়েছে৷
হু-কে ডোনাল্ড ট্রাম্পের অনুদান বন্ধ নিয়ে ফাদেলা জানান যে তাদের সংস্থা শুধুমাত্র করোনা নিয়ে নয় পোলিও, HIV, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নিয়েও কাজ করে চলেছে৷ আমেরিকা ছাড়া গেটস ফাউন্ডেশন এবং ব্রিটেনের থেকে অনুদান পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, WHO