#ইসলামাবাদ: পাকিস্তানের সংসদেও কি 'মোদি', 'মোদি' রব উঠল? এমন খবরেই জল্পনা ছড়ায় বৃহস্পিতবার দুপুরের পর থেকে৷ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমেও এমন দাবি করেই সংবাদ পরিবেশন করা হয়৷ যদিও বাস্তবে এমনটা ঘটেছে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছেই৷
আসলে এ দিন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ফরাসি পণ্য বয়কটের পক্ষে সওয়াল করছিলেন৷ সেই সময়ই বালুচিস্তানের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁরা ভোটাভুটির দাবিতে সরব হন৷ 'ভোটিং', 'ভোটিং' বলে চিৎকার শুরু করেন৷ সেই সময় সংসদের অধ্যক্ষকেও বলতে শোনা যায়, ভোটাভুটি হবে৷ আগে পাক মন্ত্রীর বক্তব্য শুনুন সব সাংসদ৷
কিন্ত পাকিস্তানের বিরোধী সাংসদরা যখন 'ভোটিং', 'ভোটিং' করে স্লোগান দিচ্ছিলেন, তখনই তাঁরা 'মোদি', 'মোদি' বলে চিৎকার করেছেন বলে দাবি করা হয় কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে৷ যদিও বাস্তবে এমনটা ঘটেছে কি না, তা নিশ্চিত নয়৷ হইহট্টগোলের মধ্যে ভোটিং, ভোটিং চিৎকারকেই 'মোদি', 'মোদি' বলে মনে হওয়াতেই এই বিভ্রান্তি বলে মনে করা হচ্ছে৷
বুধবারই পাক সংসদে দাঁড়িয়ে পাকিস্তানি মুসলিম লিগ (এন)-এর সাংসদ আয়াজ সাদিক দাবি করেন, ভারতের হামলার ভয়েই ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরান খান সরকার৷ খোদ পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি ভারতের হামলার আশঙ্কা প্রকাশ করেন বলেও দাবি করেছেন ওই পাক সাংসদ৷ এমন কি, এই আলোচনার সময় পাক সেনাপ্রধান কোমর জাভেদ বাজওয়ার হাঁটু কাঁপছিল বলেও মন্তব্য করেন ওই বিরোধী দলের সাংসদ৷ এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ইমরান খান সরকার৷ তার পর পাক সংসদে মোদি, মোদি রব উঠেছে বলে খবর ছড়ানোয় ইমরান সরকারের অস্বস্তি আরও বেড়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Pakistan