corona virus btn
corona virus btn
Loading

অফিসে খারাপ পারফরমেন্স, শাস্তি হিসেবে খেতে হবে কমোডের জল!

অফিসে খারাপ পারফরমেন্স, শাস্তি হিসেবে খেতে হবে কমোডের জল!

অফিসে খারাপ পারফরমেন্স, শাস্তি হিসেবে খেতে হবে কমোডের জল!

  • Share this:

#বেজিং: বহু কোম্পানিতেই দক্ষ কর্মীদের উৎসাহ দিতে বিভিন্ন সাম্মানিক পুরস্কার দেওয়ার নজির দেখা যায় ৷ অন্যদিকে, অদক্ষ কর্মচারীদের কপালে থাকে তিরস্কার, ভর্ৎসনা অথবা চাকরি থেকে ছাঁটাইয়ের নির্দেশ ৷

কর্মক্ষেত্রে খারাপ পারফরমেন্সের জন্য থেকে চাকরি যাওয়ার উদাহরণ কমবেশি পৃথিবীর প্রতি সংস্থারই চেনা চিত্র ৷ কিন্তু অদক্ষ কর্মচারীদের শায়েস্তা করতে যে ঘৃণ্য-নৃশংস পন্থা অবলম্বন করেছে এক চিনা সংস্থা, তা আপনার গা গুলিয়ে ওঠার জন্য যথেষ্ট ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চিনের সিচুয়াং প্রদেশের একটি ফটোগ্রাফি স্টুডিও খারাপ পারফরমেন্সের শাস্তি হিসেবে কর্মচারীদের বাথরুমের প্যান থেকে জল তুলে খেতে বাধ্য করছে ৷

ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে সংস্থার এক পুরুষ কর্মচারী বাথরুমে গিয়ে শৌচকর্মের প্যানে কাপ ডুবিয়ে জল তুলে নিয়ে পান করছেন ৷ প্রচন্ড ঘেন্না ও অনিচ্ছা সত্ত্বেও এক নিশ্বাসে কাপের জল ঢক ঢক করে গিলে নিলেন তিনি ৷ এরপর পরের দৃশ্যেই দেখা যাচ্ছে, একইভাবে কমোড থেকে জল তুলে এক মহিলা কর্মচারী খেতে বাধ্য হচ্ছেন ৷ রীতিমতো কাঁদতে কাঁদতে পুরো কাপের জলটি তিনি শেষ করেন ৷

Picture Courtesy Daily Mail Picture Courtesy Daily Mail

সংস্থার এক মহিলা কর্মচারী জানান, এই ঘৃণ্য সাজা ভোগ করার পর থেকে তিনি সাংঘাতিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৷ খাবার খেতে গেলেই বমি করে ফেলছেন ৷

Picture Courtesy Daily Mail Picture Courtesy Daily Mail

সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই এই ঘটনাটি সামনে আসে ৷ সংস্থার এহেন নক্কারজনক কাজে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে ৷ শেয়ারে শেয়ারে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই দায়ের হয় অভিযোগ ৷ যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ওই চিনা সংস্থা ৷ তাদের দাবি, কোম্পানির নাম নষ্ট করতে কেউ ষড়যন্ত্র করে এবং ইচ্ছাকৃতভাবে এই ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেছে ৷

First published: August 5, 2017, 2:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर