corona virus btn
corona virus btn
Loading

চিনে শুরু কুকুরের মাংসের ফেস্টিভ্যাল, প্রায় ২০ লক্ষ কুকুরের প্রাণ যায় এই উৎসবে

চিনে শুরু কুকুরের মাংসের ফেস্টিভ্যাল, প্রায় ২০ লক্ষ কুকুরের প্রাণ যায় এই উৎসবে
AFP Photo

এখানে নিয়ম এটাই ৷ বরং বলা ভালো এটাই উৎসব ৷ যেখানে কুকুরের মাংস খাওয়াই রেওয়াজ বা বলা ভালো উৎসবের আসল মোড় !

  • Share this:

#বেজিং: এখানে নিয়ম এটাই ৷ বরং বলা ভালো এটাই উৎসব ৷ যেখানে কুকুরের মাংস খাওয়াই রেওয়াজ বা বলা ভালো উৎসবের আসল মোড় !

চিনে আজ থেকে শুরু হল ‘ডগ মিট ফেস্টিভ্যাল’ ৷ সব রকমের নিষিদ্ধতা ভুলে সরগমভাবে এই উৎসবে মেতে উঠল চিনের নানা শহর ৷

ডগ মিট ফেস্টিভ্যালের নিয়ম অনুযায়ী, জ্যান্ত কুকুরকে গরম জলে ফেলে দিতে হয় ৷ আর যে কুকুর যত বেশি ছটফট করবে তাঁর স্বাদ তত বেশি ৷ দামও তত বেশি ৷ চিনের পশু প্রেমিকারা বার বার এই উৎসবের বিরোধিতা করেছেন ৷ কিন্তু লাভ হয়নি কোনও দিক দিয়েই ৷ প্রত্যেক বছরই এই উৎসবের মরসুমে মারা যায় ২০ লাখেরও বেশি কুকুর ৷ প্রকাশ্যে চলতে থাকে কুকুরের মাংসের বিক্রি ৷

শুধু বাজারেই নয়, এই উৎসব পালনে অংশ নিয়ে চিনের নানা রেস্তোরাঁতেও বিক্রি হচ্ছে কুকুরের মাংস ৷ শুধু নাম বদলে টেস্টি ফুড করা হয়েছে অনেক জায়গাতেই ৷ চিনের রেস্তোরাঁর মালিকেরা মনে করেন, এই উৎসবের সময় যদি কুকুরের মাংস না বিক্রি করা হয় তাহলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় ৷

First published: June 21, 2017, 6:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर