#বেজিং: অরুণাচল প্রদেশের একেবারে গা ঘেঁষে খননকাজ চালাচ্ছে চিন। সোনা, রুপো সহ একাধিক বহুমূল্য খনিজ পদার্থের হদিশ মিলেছে সেখানে ৷ এমনটাই দাবি চিনের ৷ আর সেই কারণে ভারতের সীমানা ঘেঁষে খননকার্য শুরু করে দিয়েছে চিন ৷ এ নিয়ে দু’দেশের মধ্যে সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷
খোড়াখুড়ি শুরু হয়েছে চিন-নিয়ন্ত্রিত দক্ষিণ তিব্বতের লুঞ্জে প্রদেশে। কূটনৈতিক মহলের আশঙ্কা, আদতে এই খননকার্যের আড়ালে ধীরে ধীরে অরুণাচলের দিকে এগোতে চাইছে চিন। মাসখানেক আগেই, চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে প্রথম একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশেষজ্ঞদের আশঙ্কা, চিনের এই পদক্ষেপ দুদেশের মধ্যে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। টানা ৭৪-দিন ধরে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের সেনার মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arunachal Pradesh border, China, China's gold mine, India, India China, ভারত-চিন