#বেজিং: চাঁদে চালকহীন মহাকাশযান পাঠাল চিন ৷ সেখানকার নমুনা সংগ্রহেই ‘চাঙ্গে-৫’ নামের যানটি যাত্রা শুরু করল ৷ এই প্রথম কোনও গ্রহ বা উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করতে যান পাঠিয়েছে চিন ৷ মঙ্গলবার চিনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেসক্রাফ্ট লঞ্চ কেন্দ্র থেকে চাঙ্গে-৫ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে ৷ চিনের মহাকাশ বিজ্ঞানীদের দাবি, এটি চিনা মহাকাশ গবেষণার ইতিহাসে সবচেয়ে জটিল অভিযান ৷ ২০ দিন ধরে অভিযান চলবে চাঙ্গে-৫-এর ৷
Watch as China launch an unmanned spacecraft, the Chang'e-5 probe, to the moon to bring back lunar rocks, in the first attempt by any nation to retrieve samples from Earth's natural satellite since the 1970s. #china #moon pic.twitter.com/ZeuQSuIYzS
— RTÉ News (@rtenews) November 24, 2020
মঙ্গলবার চিনের স্থানীয় সময় ভোর সাড়ে চারটের সময় চাঁদের উদ্দেশে রওনা দেয় মহাকাশযানটি ৷ চাঁদে গিয়ে নমুনা সংগ্রেহ ৪০ বছর পর ফের কোনও দেশ কোনও মহাকাশযান পাঠাল ৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়াত ইউনিয়নের পক্ষ থেকে এই মিশন করা হয়েছে সত্তরের দশকে ৷ চিনের এই মিশনে যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, তা তুলনায় আরও জটিল ৷ এই অভিযানে গিয়ে অনেক বেশি পরিমাণ নমুনা সংগ্রহ করা সম্ভব হবে বলেই দাবি চিনের মহাকাশ বিজ্ঞানীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।