#ইউহান: বিশ্ব আজ করোনা মহামারির শিকার৷ এই ভাইরাসের উত্পত্তি হয়েছিল চিনের সেই ইউহানে৷ সেখানে থেকেই গোটা বিশ্বে৷ এহেন ইউহানে ৭৬ দিন পরে তুলে দেওয়া হল লকডাউন৷ কিন্তু আতঙ্ক কাটেনি৷ লকডাউন উঠতেই, শহর ছেড়ে পালাতে শুরু করলেন বাসিন্দারা৷
তবে লকডাউন উঠলেও কিছু সরকারি বিধি নিষেধ আরোপ থাকবে ইউহানে৷ গত বছর ডিসেম্বরে চিনের এই শহর থেকেই ছড়িয়ে পড়েছিল COVID19। ১ কোটি ১০ লক্ষ বাসিন্দার শহরটি ৭৬ দিন ধরে লকডাউন ছিল। লকডাউন উঠতেই হাজার মানুষ নামলেন রাস্তায়৷ বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন, জনতার ভিড়৷ করোনা সংক্রমণ আটকানোর জন্য অনেকে বিশেষ পোশাকও পরে আছেন৷ কেউ কেউ শহরটাই ছেড়ে পালাচ্ছেন৷
Wuhan, the megacity in central China's Hubei Province, started lifting outbound travel restrictions from Wednesday after almost 11 weeks of lockdown to stem the spread of COVID-19. #CombatCoronaviruspic.twitter.com/ZgTDpUPMQq
গত ২৩ জানুয়ারি থেকে হুবেই প্রদেশের রাজধানী ইউহান লকডাউন ছিল৷ বুধবার লকডাউন উঠতেই, ট্রেনে কম করে ৫৫ হাজার যাত্রী৷ গত কয়েক সপ্তাহ ধরেই ইউহানে কোনও করোনা আক্রান্তের খবর নেই৷ কোনও মৃত্যুও ঘটেনি৷
শহরটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে মারা গিয়েছে আড়াই হাজারের বেশি। চিনে মহামারীতে যত মানুষ মারা গিয়েছেন, তাঁদের ৮০ শতাংশ উহান শহরের। ৩৯ বছর বয়সি হাও মেই-এর কথায়, 'আপনারা ভাবতেই পারবেন না আমরা কী পরিমাণে উত্তেজিত। আমি তো ভোর ৪ টেয় উঠে পড়েছি। আমার ছেলে-মেয়েরাও খুব খুশি। আমার মা এতদিন বাইরে ছিলেন। আজ ফিরছেন।'
ইউহানের মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এক আধিকারিক লুও পিং চিনের সরকারি নিউজ চ্যানেল সিসিটিভি-কে জানিয়েছেন, 'শহরের সব অর্থনৈতিক কাজকর্ম জোর কদমে শুরু হয়ে যাচ্ছে৷ বহু দিন ধরে উত্পাদন বন্ধ৷ ফলে মানুষ এবার ঝাঁপিয়ে কাজ করতে প্রস্তুত৷ তবুও সবাইকে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে৷'