• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • করোনা যুদ্ধে বড় খবর ! মারণ জীবাণুতে মঙ্গলবার একজনেরও মৃত্যু হয়নি চিনে

করোনা যুদ্ধে বড় খবর ! মারণ জীবাণুতে মঙ্গলবার একজনেরও মৃত্যু হয়নি চিনেজানুয়ারি থেকেই চিনে করোনার জেরে শুরু হয়েছিল মৃত্যু মিছিল

জানুয়ারি থেকেই চিনে করোনার জেরে শুরু হয়েছিল মৃত্যু মিছিল

জানুয়ারি থেকেই চিনে করোনার জেরে শুরু হয়েছিল মৃত্যু মিছিল

 • Share this:

  #বেজিং: সব থেকে বড় খবর চিনে ৷ করোনায় একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি মঙ্গলবার ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যু হয়েছে জানুয়ারি থেকে ৷ প্রথমবার এমন খবর পাওয়া গিয়েছে যেখানে করোনায় আক্রান্ত কোনও রোগীর নাম ছিলনা ৷ বিবিসির একটি রিপোর্টের ভিত্তিতে বলা যেতে পারে যে ৷

  চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে ৩২ জন মঙ্গলবার করোনায় আক্রান্ত হলেও কারও মৃত্যু হয়নি ৷ যেখানে সোমবার নতুন করে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ এরই মাঝে চিন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে করোনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে ৷ এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৭৪০ ৷

  মঙ্গলবার যে সমস্ত করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে প্রত্যেকের সঙ্গে বিদেশ যোগ রয়েছে ৷ সংক্রমণের ফলে ৩,৩৩১ জন মোট মৃত হয়েছেন ৷

  Published by:Arjun Neogi
  First published: