#বেজিং: ভারতের দেখাদেখি ডিজিটাল স্ট্রাইক ডাকল চিন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, অন্তত ১০০টি অনলাইন অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করছে চিন সরকার। এর মধ্যে আমেরিকা-সহ বহু দেশের নানা বিখ্যাত সংস্থা রয়েছে। দিন কয়েক আগেই তৃতীয় ধাপে ৪৩টি মোবাইল অ্যাপ বয়কট করে কেন্দ্র। এই নিয়ে মোট ২২০টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এর মধ্যে রয়েছে পাবজি, টিকটক, ইউজি ব্রাউজারের মতো অ্যাপ। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও জাতীয় সুরক্ষার প্রশ্নেই এই পথে হেঁটেছিল ভারত।
কিন্তু কেন এই পথে হাঁটল চিন? ট্রিপঅ্যাডভাইজারের মতো বিখ্যাত অ্যাপও নিষিদ্ধ করা হয়েছে চিনে। অভিযোগ এই ধরনের বিভিন্ন অ্যাপে নাকি অশ্লীলতা, দেহব্যবসা, জুয়া হিংসা ছড়িয়ে পড়ছে চিনে। চিনা প্রশাসনের অভিযোগ এই অ্যাপগুলি ব্যবহার করে সাইবার আইন লঙ্ঘন করা হয়েছে।
প্রসঙ্গত ২০২০ সালের ২০ জুন প্রথম চিনকে ডিজিটাল ধাক্কা দেয় ভারত। এক যোগে বাতিল করা হয় ৫৯টি মোবাইল অ্যাপলিকেশন। এর পরে আবার ২ সেপ্টেম্বর বন্ধ করা হয় ১১০টি অ্যাপ। এই অ্যাপগুলির বিরুদ্ধে ভারতীয় নাগরিকের তথ্য চুরি, সী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।