বেজিং: দেশের জনসংখ্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় ৷ তার জন্য অনেক আগের থেকেই কড়া নিয়ম চালু হয়েছিল চিনে ৷ অবশেষে সেই নিয়ম কিছুটা শিথীল করছে সে দেশের সরকার ৷ এবার থেকে চিনের বিবাহিত দম্পতিরা তিনটি করে শিশুর জন্ম দিতে পারবেন ৷ শিশু জন্ম দেওয়ার সংখ্যা এ ভাবেই ফের একবার বেঁধে দিল চিন সরকার ৷
চিন সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই নীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার এমন কিছু ব্যবস্থা নেবে, যা দেশের জনসংখ্যা পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে। তবে সেই ব্যবস্থা ঠিক কী, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয় নি ৷
পরিসংখ্যান বলছে, চিনে শিশু জন্মানোর হার ক্রমশই কমছে ৷ গত বছর ১ কোটি ২০ লক্ষ শিশু জন্মেছিল চিনে, ৫০-এর দশকের পর যা সবচেয়ে কম ৷ সরকারি হিসেব বলছে, প্রতি বিবাহিত মহিলা পিছু বর্তমানে গড়ে ১.৩ জন সন্তান জন্মায় এ দেশে। চিনে ষাটের দশক থেকেই আচমকা জনসংখ্যার হার ক্রমশ বাড়তে থাকে ৷ যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পিছু একটি সন্তানের নীতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু ক্রমশই জীবনযাত্রার খরচ এতই বাড়ছে যে অধিকাংশ পরিবারই চিনে একটি সন্তানেরই পক্ষে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China