• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • CHINA ACCIDENTALLY REPORTED TWO MAJOR QUAKES WHICH NEVER HAPPENED EARTHQUAKE ADMINISTRATION

ভূমিকম্প না হওয়া সত্ত্বেও কম্পনের খবর ঘোষণা চিনের

সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায় ৷ পালাঘর সংলগ্ন এলাকার প্রায় ৪০টি গ্রামের ১০ হাজার মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন ৷

ভূমিকম্প না হওয়া সত্ত্বেও কম্পনের খবর ঘোষণা চিনের

 • Share this:

  #বেজিং: বাস্তবিক কখনই তা ঘটেনি, অথচ রীতিমতো সরকারি ওয়েবসাইটে তা ঘোষিত হয়ে গেল ৷ বৃহস্পতিবার চিনের সরকারি ওয়েবসাইটের খবরে প্রকাশিত হয় দুটি ভূমিকম্পের খবর ৷ অথচ আসলে নাকি এমন ঘটনা ঘটেইনি ৷ প্রশাসনের তরফে পরে ভুল স্বীকার করে জানানো হয়, অজান্তেই একথা ওয়েবসাইটে প্রচার হয়েছে ৷

  ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার ১০ মিনিট অন্তর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে চিনের ভূখণ্ড ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ ৷ ভূমিকম্পের এই তথ্য নজরে আসতেই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায়ও শুরু হয়ে যায় ৷

  প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে এই ভুল তথ্য সম্প্রচারিত হয় ৷ পরে নজরে আসতেই তা সরিয়ে নেয় প্রশাসন ৷ বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে জানানো হয় ভুলবশত ওই তথ্য প্রকাশিত হয়েছিল ৷

  First published: