#লন্ডন: করোনার জেরে গোটা বিশ্বেই লকডাউন চলছে ৷ লকডাউন হোক বা ‘আনলক’ ৷ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনও ঢের দেরি ৷ অন্তত কোনও ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত তো একেবারেই নয় ৷ বাড়িতে বসে কাজ করা, রাস্তায় কাজ ছাড়া কম বেরনো ৷ এই সবই এখন মানুষের জীবনে ‘নিউ নর্মাল’৷ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা এখন সমগ্র বিশ্বজুড়েই ৷ কিন্তু অফিসের সব ধরণের কাজ বাড়ি থেকে করা যে কিছুটা হলেও সমস্যার, সে ব্যাপারে কারোর মনেই কোনও সন্দেহ থাকার কথা নয় ৷ সম্প্রতি সংবাদসংস্থা বিবিসি-র একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে বিবিসি-র সাংবাদিককে বাড়িতে বসে ভিডিও কলিংয়ের মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ভালমতোই বেকায়দায় পড়েছেন একজন ডাক্তার ৷
ABSOLUTE SCENES ON THE BBC NEWS CHANNEL pic.twitter.com/hvu9iWkkIz
— Scott Bryan (@scottygb) July 1, 2020
সমস্যা এমনিতে কিছু নয় ৷ আসলে বাড়িতে থাকলে পরিবারের লোকজনরাও চাইবেন, যখন যার দরকার তাকে আপনি সময় দেন ৷ ছোট বাচ্চারা থাকলে তো কথাই নেই ৷ বাবা-মায়ের কাজের গুরুত্ব বোঝার মতো বয়স তাদের হয়নি ৷ তাই যে কোনও সময়েই আপনার কাজের মধ্যেই খেলতে খেলতে ঢুকে পড়তে পারে তারা ৷ বিবিসি-র শো ‘মাস্ট ওয়াচ পডকাস্ট’-এর সঞ্চালক স্কট ব্রায়ান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে টিভিতে মা ইন্টারভিউ দিতে বসলেও ছোট শিশুকন্যার সে দিকে কোনও খেয়াল নেই ৷ যে ইউনিকর্ন-এর ছবি সে এঁকেছে ৷ তা দেওয়ালে বা শো-কেসের কোন তাকে রাখলে দেখতে ভাল লাগবে, সেটাই তার আসল চিন্তা ৷ বিষয়টি খেয়াল করেন অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টিয়ান ফ্রেজার ৷ শিশুটি ক্রিস্টিয়ানকে তাঁর নামও লাইভ অনুষ্ঠান চলাকালীনই জিজ্ঞাসা করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।