corona virus btn
corona virus btn
Loading

সিলিং থেকে খাটের ওপর ধপ করে পড়ল আস্ত পাইথন! তারপর যা হল...

সিলিং থেকে খাটের ওপর ধপ করে পড়ল আস্ত পাইথন! তারপর যা হল...
photo: snake

গ্লাসহাইজ মাউন্টেনের একটি বাড়িতে হঠাৎই সিলিং থেকে খাটের ওপর ধপ করে পড়ে বিশাল কার্পেট পাইথন৷

  • Share this:

দেওয়ালে একটা টিকটিকি দেখলেই আত্মারাম খাঁচাছাড়া জোগাড় হয় অনেকের৷ আর যদি হঠাৎই সিলিং থেকে ধপ করে খাটের ওপর পড়ে একটা আস্ত সাপ, তাহলে? এমনটাই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই পরিবারের সঙ্গে৷

সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস তাদের ফেসবুক পোস্টে তুলে ধরে গোটা ঘটনাটা৷ গ্লাসহাইজ মাউন্টেনের একটি বাড়িতে হঠাৎই সিলিং থেকে খাটের ওপর ধপ করে পড়ে বিশাল কার্পেট পাইথন৷ দেওয়ালে লাইটের ফিটিং-এ আটকে ছিল সাপটি৷ সম্ভবত সাপটি নিজের ওজন ধরে রাখতে না পেরে পড়ে যায় খাটের ওপর৷

তবে সেই সময় খাটে কেউ শুয়ে ছিলেন না৷ ফলে বিপদ ঘটেনি৷ সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস সাপটিকে নিয়ে যায়৷

দেখুন ভয়াবহ ছবিগুলো,
First published: August 20, 2019, 1:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर