#লস অ্যাঞ্জেলেস: করোনার প্রকোপ শুরু হয়েছে এক বছর হয়ে গেল। করোনার জেরে বিধ্বস্ত জনজীবন। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সব চেয়ে বেশি। ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও সে ভাবে কোনও ভ্যাকসিন বাজারে আসেনি যা সকলকে দেওয়া যাবে বা দিলেই কাজ হবে। এহেন অবস্থায় ভ্যাকসিনের প্রতীকী সিরিঞ্জ (সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে) আকাশে আঁকলেন এক পাইলট। তাও বিমানের ধোঁয়া দিয়ে।
করোনা পরিস্থিতি সামলাতে না সামলাতেই নতুন করোনা স্ট্রেইন নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে। ব্রিটেনে ইতিমধ্যেই লকডাউন চালু হয়ে গিয়েছে। ব্রিটেনের পাশাপাশি বেশ কয়েকটি দেশও লকডাউনের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে সব থেকে অধীর আগ্রহে যার দিকে মানুষ তাকিয়ে রয়েছে, তা হল ভ্যাকসিন।
এই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে আশা জাগাতে ও ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে আকাশে সিরিঞ্জ আঁকলেন কানাডার এক পাইলট। FlightRadar 24 নামের একটি ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, সিরিঞ্জের সঙ্গে একটি বড় হার্ট সাইন আঁকা রয়েছে। এই ছবিটি এই ভাবে আঁকা হয়েছে নায়াগ্রা ফলসের পাশে।