corona virus btn
corona virus btn
Loading

হাত নেই, পা দিয়েই চামচ ধরে খাবার খায় শিশু ! একরত্তি খুদের প্রতিবন্ধকতা জয়ের ভিডিও ভাইরাল

হাত নেই, পা দিয়েই চামচ ধরে খাবার খায় শিশু ! একরত্তি খুদের প্রতিবন্ধকতা জয়ের ভিডিও ভাইরাল

একা একাই দিব্য পায়ে কাটাচামচ ধরে খাবার খায় খুদে

  • Share this:

#রাশিয়া: যেখানে ছোট-ছোট 'না পাওয়া'তে মানুষ বিমর্ষ হয়ে পড়েন, সেখানে একরত্তি এক খুদে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মুষড়ে পড়া নয়, সমস্ত প্রতিবন্ধকতাকে জিতে পথ চলারই নাম জীবন!

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একরত্তি এই শিশুর ভিডিও! দেখা যায়, বেবি চেয়ারে বসে একরত্তি খুদে! সামনের টেবিলে রয়েছে খাবার। কেউ খাইয়ে দিচ্ছে না, কাঁটাচামচ দিয়ে দিব্য একাএকাই খাবার খাচ্ছে শিশুটি। কিন্তু হাত দিয়ে নয়, একরত্তির ভরসা দুটো পা।

দেখে নিন চোখে জল আনা সেই ভিডিও--

আজন্ম হাত নেই রাশিয়ার বাসিন্দা ভাসিলিনার। কিন্তু একফোঁটাও দমে যায়নি শিশু। বরং প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে, পায়ের আঙুলে কাঁটাচামচ ধরে খাবার খেতে শিখেছে। সুন্দর ব্যালান্স করে প্রতিটা গ্রাস মুখেই তুলে নেয়। রাশিয়ার এই একরত্তির গল্প এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়। নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।

First published: September 23, 2019, 7:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर