#মুম্বই: ফ্লাইটে নিশ্চিন্তে নিউইয়র্ক যাবেন ভেবেছিলেন ৷ টিকিটও ছিল বিজনেস ক্লাসের ৷ কিন্তু যাত্রা হল দুর্বিসহ ! মুম্বই-নিউইয়র্ক এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীরা রীতিমত ত্রস্ত তাঁদের অভিজ্ঞতায় ৷ ছারপোকার কামড়ে কাটল তাঁদের রাত ৷ এয়ার ইন্ডিয়ার A-144 বিমান এবং তাও বিজনেস ক্লাস ! তবে নির্দিষ্টভাবে এই বিমানটি নয়, গত কয়েকদিন ধরেই এয়ার ইন্ডিয়ার অন্যান্য বিমানের বহু যাত্রী নিউজার্সি পৌঁছে অভিযোগ জানিয়েছেন ৷ একেবারেই সুখকর হচ্ছে না তাঁদের যাত্রা এবং তার কারণ ছারপোকা ৷
আরও পড়ুন রাজস্থানে দুধের থেকে বেশি দামে বিকোচ্ছে গোমূত্র
মুম্বই থেকে নিউইয়র্কের লিবার্টি আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছতে সময় লাগে যায় প্রায় ১৬ ঘণ্টা ৷ ইকোনমি ক্লাস যাতায়াতের বিমান ভারা প্রায় ৮০ হাজার টাকা ৷ বিজনেস ক্লাসে তা প্রায় তিনগুণ, অর্থাৎ দেড় লক্ষ টাকা ৷ সেই বিশাল অঙ্কের টাকা খরচ করেও মিলছে এহেন পরিষেবা ৷ যাত্রীরা ক্ষুব্ধ ৷ এমনই দুই যাত্রী সমিয়া শেট্টি এবং প্রবীণ তোকসেকর সরাসরি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন ৷ ছারপোকার কামড়ে এমন হাল হয়েছিল সমিয়া শেট্টির যে নিউইয়র্ক থেকে মুম্বই ফিরে তাঁকে ওষুধও ব্যবহার করতে হয় ! এই ঘটনার পর অবশ্য কীট নিধনের প্রক্রিয়া চালু করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ৷
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যাত্রীরা ৷ দেখুন
What an #airindia #businessclass would do to you? AI still has to get in touch with me inspite if my repeated attempts to get in touch with them. @airindiain @NewYorkTimes11 @cnni pic.twitter.com/tDHfmhX0Vx
— Saumya Shetty (@saumshetty) July 20, 2018
@airindiain @sureshpprabhu @narendramodi_in Suresh Prabhuji - just arrived from New York on Air India 144 business class with family . All our seats infested with bed bugs . Sir , have heard of bed bugs on trains but shocked to experience on our maharaja and that too business pic.twitter.com/m2GnfOpTO3 — Pravin Tonsekar (@pat_tons) July 17, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India Flight