#প্যারিস: বাসচালক যাত্রীদের অনুরোধ করেছিলেন, মাস্ক পরার জন্য৷ তিনি জানিয়েছিলেন, সবাই মাস্ক না পরলে বাস থেকে নেমে যেতে হবে৷ রাগে যাত্রীরা সবাই মিলে পিটিয়ে মেরেই ফেলল ওই চালককে৷ নির্মম ঘটনাটি ঘটেছে ফ্রান্সের বেয়োঁ শহরে৷ যাত্রীদের গণপিটুনিতে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছে ওই বাসচালকের৷ ওই বাসচালককে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ কাসটেক্স৷
৫৯ বছর বয়সি ফিলিপ শুক্রবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ঘটনার জেরে তীব্র নিন্দার ঝড় উঠেছে ফ্রান্সে৷ রাজনীতিবিদদের পাশাপাশি বহু মানুষ কুর্নিশ জানাচ্ছেন ওই বাস চালকের সচেতনতাকে৷ ফিলিপের মেয়ের কথায়, 'বাবা ব্রেন ডেথ হওয়ার পরে লাইফ সাপোর্টে ছিল৷ আমরাই ডাক্তারদের বললাম, ব্রেন ডেথ মানে সব শেষ৷ লাইফ সাপোর্ট দিয়ে আর কী হবে৷ খুলে দিন৷ ডাক্তাররাও সেই পরামর্শই দিলেন৷'
সংবাদ সংস্থা AFP-কে পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে দুজনকে এখনও গ্রেফতার করা হয়েছে৷ তারা ওই বাসেরই যাত্রী ছিল৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'প্রজাতন্ত্র তাঁকে মনে রাখবে একজন অত্যন্ত সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে৷ আমরা ভুলব না৷ অপরাধীদের শাস্তি দেবে আইন৷ অত্যন্ত ভীতুদের হামলা এটা৷'
Le décès de Philippe Monguillot, lâchement agressé dimanche à Bayonne pour avoir accompli son travail, nous touche en plein cœur. La République reconnaît en lui un citoyen exemplaire et ne l'oubliera pas. La Justice punira les auteurs de ce crime abject.
— Jean Castex (@JeanCASTEX) July 10, 2020
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন বেয়োঁ শহরের বাস চালকদের সঙ্গে দেখা করেছেন৷ তাঁদের যাবতীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি৷
যে বাসস্টপে ওই ঘটনাটি ঘটেছে, সেই বাসস্টপ থেকে আগামী বুধবার নীরব প্রতিবাদে মার্চ করবেন মৃত বাসচালকের পরিবারের সদস্যরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Face mask