#বাহিয়া: নিজেকে ভরপুর ভালবাসুন ৷ নিজের দিকে নজর দিন ৷ অন্যকে খুশি করে খুশি নয়, নিজের মনকে ভালো রাখুন ! ভালবাসার এরকম পাঠ নানা ম্যাগাজিনে, নানা ডাক্তারের কথায় তো শুনে বা পড়ে থাকেন ৷ কিন্তু বাস্তবে কতজনই বা এটা করতে পারে ৷ তবে করলেন, ঠিক এমনটাই নিজেকে নিজে ভালবাসলেন ব্রাজিলের এক ডাক্তারবাবু !
ঘটনাটি আরেকটু খোলসা করে বলা যাক৷ ডাক্তারের নাম ডিয়োগো রাবেলো৷ আর তিনি যাকে প্রাণপণ ভালবাসতেন তাঁর নাম ভিতোর বুয়েনো ৷ সব একেবারে ঠিক অক্টোবর ১৬ তারিখই বিয়ে করার কথা ছিল দু’জনের ৷ সে কারণেই স্বপ্নের মতো সুন্দর একটি সৈকত বিয়েও রেডি করেছিলেন ডিয়োগো ৷ তবে সেপ্টেম্বরেই হঠাৎই মনমালিন্য, তাই সম্পর্ক বাতিল হলেও, বিয়ে কিন্তু বাতিল করলেন না ডাক্তারবাবু ৷
১৬ অক্টোবর ঠিক সময় মতো, বিয়ের দিনে পৌঁছে গেলেন যথাস্থানে ৷ কাছে বন্ধুবান্ধবের সামনেই নিজেই বিয়ে করলেন নিজেকে ! আর শপথ নিলেন, ‘নিজেকে প্রচুর ভালবাসব ৷ নিজের যত্ন নেব৷’ এমনকী, ফুল হাতে নিয়ে সমুদ্র সৈকতে একাই ফটোশ্যুট করলেন ডিয়োগো !
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।