হোম /খবর /বিদেশ /
প্রেমিকাকে খুন করে, দেহ টুকরো টুকরো করে কেটে রান্না করল প্রেমিক

প্রেমিকাকে খুন করে, দেহ টুকরো টুকরো করে কেটে রান্না করল প্রেমিক

representative image

representative image

নির্মম ঘটনায় শিউড়ে উঠেছে গোটা বিশ্ব

  • Last Updated :
  • Share this:

#আর্জেন্টিনা: প্রেমিকাকে খুন করে, টুকরো টুকরো করে কেটে রান্না করল প্রেমিক, তারপর সেই রান্না করা মাংস বস্তায় ভরে ফেলে দিল রাস্তায়! রান্না করার সময় প্রেমিকা আদৌ মৃত ছিল না তখনও প্রাণ ছিল তার মধ্যে ? এখনও তা স্পষ্ট নয়। এমনই এক হিংস্র ঘটনায় স্তব্ধ গোটা দুনিয়া। ঘটনায় ১৯ বছরের অভিযুক্ত প্রেমিক যুবককে গ্রেফতার করেছে আর্জেন্টিনার পুলিশ।

পুলিশের তরফে জানা যায়, অভিযুক্তের নাম নায়েমি ভেরা। প্রেমিকা ব্রেন্ডা মাইকেল গর্ডিলোর সঙ্গে ক্যাটামার্কা অঞ্চলের একটি আবাসনে থাকতে আসে নায়েমি । পুলিশি জেরায় অভিযুক্ত যুবক নায়েমি ভেরা জানিয়েছে, প্রেমিকা ব্রেন্ডা মাইকেল গর্ডিলোর সঙ্গে তার বচসা বাঁধে। রাগের মাথায় তাঁকে ধাক্কা মারে, হুমড়ি খেয়ে প্রেমিকা একটি মইয়ের উপর গিয়ে পরে । এরপর প্রেমিকাকে কম্বল চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে নায়েমি। এখানেই হিংস্রতার শেষ নয়। প্রেমিকার মৃতদেহ ওভেনে গ্রিল করে যুবক। পুলিশ এও জানিয়েছে, যখন অভিযুক্ত যুবক যুবতীকে গ্রিল করছিল, তখন সে আদৌ জীবিত ছিল কী না, তা এখনও স্পষ্ট নয়।পুলিশি জেরায় যুবক স্বীকার করে, পোড়ানোর পর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেয়। পুলিশ জানায় নায়েমি ভেরা নিজেই পুলিশেরর কাছে গিয়ে গোটা ঘটনা জানিয়ে আত্মসমর্পন করে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Boyfriend cooked girlfriend