হোম /খবর /বিদেশ /
বরিস জনসনের হয়তো ভারত যাওয়া হবে না ! স্পষ্ট জানালেন ব্রিটিশ চিকিৎসক

বরিস জনসনের হয়তো ভারত যাওয়া হবে না ! স্পষ্ট জানালেন ব্রিটিশ চিকিৎসক

বরিস জনসনের এই ভারতে আসার মধ্যে দিয়ে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার এক ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: আগামী বছরের প্রজাতন্ত্রে দিবসে মুখ্য অতিথি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এদেশে আসার কথা ছিল ৷ বরিস জনসনকে আনুষ্ঠানিক ভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরিস জনসনের এই ভারতে আসার মধ্যে দিয়ে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার এক ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷ তবে হয়তো বরিস জনসনের এই ভারত সফর ব্যহত হতে পারে ৷ তেমনটিই ইঙ্গিত দিলেন কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল  অ্যাসোসিয়েশনের চেয়্যারম্যান চিকিৎসক চাঁদ নাগপাল ৷চিকিৎসক নাগপালের কথায়, ‘বরিস জনসনের ভারত সফর হয়তো ব্যহত হতে পারে ৷ তবে এখনও পর্যন্ত এই নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আসলে, ব্রিটেন যেভাবে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমন বেড়েছে ৷ এই অবস্থায় তাঁর এই সফর একেবারেই উচিত হবে না ৷ ’মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্রুত সংক্রমিত হতে থাকা করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইংল্যান্ডেই প্রথম শনাক্ত হয়েছে নতুন প্রজাতির করোনাভাইরাস। এই ভাইরাসটি  দ্রুত ছড়িয়ে পড়ে লকডাউন ওঠার পর লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণেই বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যেই এই নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিতে জারি করা হয়েছে । ব্রিটিশ সরকার মনে করছে, এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়ে অনেকটাই বেশি। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী বরিস জনসন বিশেষ বৈঠকও করছেন বারং বার ৷

Published by:Akash Misra
First published: