corona virus btn
corona virus btn
Loading

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে এখনও রয়েছে করোনা ভাইরাস ! থাকতে হবে আইসোলেশনে !

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে এখনও রয়েছে করোনা ভাইরাস ! থাকতে হবে আইসোলেশনে !
photo source collected

প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন তিনি এখনও এই ভাইরাসে আক্রান্ত।

  • Share this:

#ব্রিটেন: ব্রিটেনের রাজপ্রাসাদের পর এবার ১০ ডাউনিং স্ট্রিটেও করোনা-হানা। করোনা-আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক ট্যুইটার ভিডিয়োয় নিজের করোনা-পজিটিভের খবর জানিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় হঠাৎ করেই ভাইরাসের লক্ষণ দেখা যায় তাঁর শরীরে। তাঁর রক্তের যে নমুনা পরীক্ষা করা হয়, তাতে করোনারভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা যায় রিপোর্টে। একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে তিনি হোম আইসোলেশনে থাকবেন আর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কাজকর্মের পরিচালনা করবেন। তাঁর শরীরে করোনা ভাইরাস এখনও রয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন তিনি এখনও এই ভাইরাসে আক্রান্ত। করোনা ধরা পড়ার ৬ দিন পর তিনি অসুস্থ বোধ করছেন। তিনি সাত দিন আইসোলেশনে ছিলেন। এখনও তাঁর গায়ে জ্বর রয়েছে। মুখপাত্র জানান, "যতক্ষণ না তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে তিনি আইসোলেশনেই থাকবেন।" যদিও এ কদিন তিনি আইসোলেশনে থেকেই কাজ দেখছিলেন। কিন্তু তাঁর শরীরে থেকে এখনও করোনা যায়নি। তাই আপাতত কোয়ারেন্টাইনেই থাকছেন তিনি।

First published: April 2, 2020, 8:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर