• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • BOLLYWOOD FAMOUS SINGER SONU NIGAM AS FEELING UNWELL NOW A TEEN AGE GIRL DIED DUE TO ATE KEBAB

মর্মান্তিক ! সামুদ্রিক খাবার খেয়ে অসুস্থ সনু নিগম অন্যদিকে রেস্তোরাঁর খাবার খেয়ে মৃত্যু কিশোরীর

 • Share this:

  #মুম্বই: বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগমের সামুদ্রিক খাবার খেয়ে শরীর খারাপ হয়েছে এই খবর আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ৷ সামুদ্রিক খাবার খেয়ে এলার্জি হয়েছে এমনটাই জানতে পারা গিয়েছে ৷ শারীরিক অবস্থা এমনটাই খারাপ হয়েছে যে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে তাঁকে ৷ শুধু সনুই নন এর আগে এমন খাবার দাবার খেয়ে অনেক সেলিব্রটির অসুস্থ হওয়া ঘটনা প্রকাশ্যে এসেছে ৷

  অসুস্থ সনু নিগম অসুস্থ সনু নিগম

  এরকমণ কবর এসেছে ইংল্যান্ডের ল্যাঙ্কাশ্যায়ারের একটি মেয়ে বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়েছিলেন পরে হাসপাতালে ভর্তি হতেই ২ দিন পর তাঁর মৃত্যু হয়েছে ৷

  মেগন লি, ভারতীয় রেস্তোরাঁয় খাবার অর্ডায় দিয়েছিলেন ৷ মেগন লি, ভারতীয় রেস্তোরাঁয় খাবার অর্ডায় দিয়েছিলেন ৷

  মৃতার নাম মেগল লী বয়স ১৫ বছর ৷ জানা গিয়েছে তিনি ভারতীয় রেস্তোরাঁয় খাবারের অর্ডার দিয়েছিলেন ৷ তালিকায় ছিল শিক-কাবাব, পাওভাজি এছাড়াও নানান খাবার অর্ডার করেছিলেন ৷ শিক কাবাব খাওয়ার পরে ঠোঁট জুড়ে গিয়েছিল ৷ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল ৷ সেই সময় বন্ধুদের সঙ্গে ছিলেন মেগন ৷ শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল ৷

  First published: